দক্ষিণ কোরিয়ায় আট তলা বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত অন্তত ২৯, শোকস্তব্ধ প্রেসিডেন্ট

সিওল, ২২ ডিসেম্বর (হি.স.): সেন্ট্রাল দক্ষিণ কোরিয়ার যেছিয়ন শহরে আট তলা বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল অন্তত ২৯ জনের| ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন| স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল দক্ষিণ কোরিয়ার যেছিয়ন শহরে অবস্থিত একটি আট তলা বহুতলে বিধ্বংসী লাগে| অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোটা বহুতলটিকে গ্রাস করে| দাউদাউ করে জ্বলতে থাকে বহুতলটি| বহুতলের ভিতরেই আটকে পড়েন বহু মানুষ| আগুন-আতঙ্কে রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ও উদ্ধারকারী দলের প্রতিনিধিরা| ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়| অন্তত ১০০ জন দমকল কর্মী ট্রাক এবং হেলিকপ্টারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান| দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণেও আসে| যদিও ততক্ষণে মৃত্যু হয় অন্তত ২৯ জনের|

পদস্থ এক দমকল আধিকারিক জানিয়েছেন, আট তলা বহুতলের গাড়ি পার্কিংয়ে সম্ভবত প্রথমে আগুন লাগে| মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত ধোঁয়া নির্গত হতে থাকে, তাই অনেকেই বেরিয়ে আসতে পারেননি| বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এবং অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ২৯ জনের| আগুন-আতঙ্কে পালানোর সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন| দমকল কর্মীদের অনুমান, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রশাসন সূত্রের খবর, আট তলা বহুতলটিতে একটি ফিটনেস সেন্টার, পাবলিক স্নানাগার এবং রেস্টুরেন্ট রয়েছে| পাবলিক স্নানাগারেই মৃত্যু হয়েছে ১২ জনের| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|

ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই-ইন| পাশাপাশি উদ্ধারকারী দলের প্রতি তাঁর আহ্বাণ, যাঁরা বেঁচে আছেন, তাঁদেরকে উদ্ধারের জন্য সর্বাধিক প্রচেষ্টা করা হোক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *