পাটনা, ২২ ডিসেম্বর (হি.স.): উত্তর বিহারের সমস্তিপুর জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা হরেরাম যাদব (৫০)| শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পূর্বে এবং সমস্তিপুর থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রোসেরা সাব-ডিভিশনের হাসানপুরে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে হাসানপুরের সিহি মোড়ের কাছে পুকুর চক এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন আরজেডি-র প্রাক্তন জেলা প্রধান হরেরাম যাদব| সেই সময় মোটরবাইকে করে এসে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়| গুলি চালানোর পরই দুষ্কৃতীরা পালিয়ে যায়|
পরপর পাঁচটি গুলি লাগে আরজেডি নেতার শরীরে| গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সমস্তিপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন| জেলা পুলিশ আধিকারিক অজিত কুমার জানিয়েছেন, শুক্রবার সকালে পুকুর চক এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন আরজেডি নেতা হরেরাম যাদব| সেই সময় মোটরবাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য এলোপাথাড়ি গুলি চালায়| রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় আরজেডি নেতা হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন|
মৃত আরজেডি নেতার আত্মীয় আল্পনা যাদব জানিয়েছেন, ‘খবরের কাগজ বিক্রিতে আমাকে অবগত করেন সিহি মোড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন হরেরাম যাদব| তত্ক্ষণাত্ তাঁকে সমস্তিপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, প্রাণে বাঁচানো যায়নি| চিকিত্সকরা হরেরামকে মৃত ঘোষণা করেন|’ কতজন আততায়ী হামলা চালিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি| সমস্তিপুর সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসপি) দীপক রঞ্জন জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুরনো শত্রুতার কারণে এই হামলা| জিজ্ঞাসাবাদের জন্য হরেরাম যাদবের দূর সম্পর্কের আত্মীয় বিজয় যাদবকে আটক করা হয়েছে|’ পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শুরু করলেও, এখনও পলাতক আততায়ীরা|