নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ লম্বা ছুটিতে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্ত৷ সম্ভবত রাজ্য প্রশাসনের একাধিক আইএএস অফিসাররা ছুটি যাওয়ার সুযোগ খঁুজছেন৷ আর এই সমস্ত কিছুই হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে৷ নির্বাচন দপ্তরের সাথে কথা বলে জানা গিয়েছে, পারিবারিক কারণে মুখ্য নির্বাচন আধিকারীক ছুটিতে গিয়েছেন৷ সূত্রের খবর আগামী ৫ জানুয়ারী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর সম্ভাব্য রাজনৈতিক জটিলতা এড়ানোর জন্যই লম্বা ছুটি নিয়েছেন শ্রীরাম তরুণীকান্ত৷ সূত্রের দাবি, ভূয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে কিছু অসংলগ্ণতা থেকে যাচ্ছে৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর বিরোধীরা এই ইস্যুতে সরব হবেন৷ সূত্রের খবর, রাজ্যের অধিকাংশ মহকুমা শাসকরা ভোটার তালিকায় গড়মিলে নিজেদের জড়াতে চাইছেন না৷ স্বাভাবিক ভাবেই ভোটার তালিকা নিয়ে কোন গড়মিল ধরা পড়লে এর দায় মুখ্য নির্বাচন আধিকারীককেই বহন করতে হবে৷
সম্প্রতি সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য প্রভারী ঘোষণা দিয়েছিলেন আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্য প্রশাসনের ভূমিকা হবে নিরপেক্ষ৷ এই নিরপেক্ষতাকে নিয়েই প্রশাসনের শীর্ষ আধিকারীকরা মহাফ্যাসাদে পড়েছেন৷ সূত্রের খবর, নির্বাচনের দায়িত্ব কোন আইএএস অফিসার নিতে চাইছেন না৷ এমনকি নির্বাচনের প্রাক মুহুর্তে এবং নির্বাচন চলাকালীন একপেশে প্রশাসনিক কাজকর্ম করতে চাইছেন না ঐ আধিকারীকরা৷ স্বাভাবিকভাবেই, দায়িত্ব এড়ানোর ক্ষেত্রে লম্বা ছুটিতে যাওয়াই সুবিধাজনক বলে মনে করছেন ঐ আধিকারীকরা৷ সূত্রের খবর, ইতিমধ্যে ছুটির দরখাস্তও জমা দিয়েছেন একাধিক আইএএস আধিকারীক৷ ফলে, আগামীদিনে প্রশাসন চালাতে গিয়ে রাজ্য সরকার নানা জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ শুধু তাই নয়, নির্বাচনে প্রশাসনিক যন্ত্রকে ব্যবহার করার ক্ষেত্রেও শাসক দল হোঁচট খেতে পারে বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল৷
2017-12-22