নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ হতাশায় ক্লান্ত হয়ে পড়েছেন চাকুরীচ্যুত শিক্ষকরা৷ তাই রাজ্য সরকারকে অভিনন্দন জানানোর মিছিলে
পা মেলালেন না৷ ত্রিধাবিভক্ত চাকুরীচ্যুত ১০৩২৩ জন শিক্ষকদের এক সংগঠন অবশ্য বুধবার বামফ্রন্ট সরকারের ভজনা করে চাকুরীর নিশ্চয়তায় সরকারকে অভিনন্দন জানিয়েছে৷ কিন্তু, এই অভিনন্দনের নামে কেন ভড়ং, তা বোঝা গেল না৷
সর্বোচ্চ আদালতের রায়ে চাকুরীচ্যুত শিক্ষকদের ৬ মাস এডহক ভিত্তিতে নিয়োগের মন্ত্রিসভার সিদ্ধান্তে খুশিতে উদ্বেলিত তাঁরা৷ কিন্তু, শিক্ষকদেরই বৃহৎ অংশ তাঁদের অনিশ্চিত ভবিষ্যত নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছেন৷
বুধবার সরকারকে অভিনন্দন জানিয়ে সিটি সেন্টার থেকে মিছিল করার ঘোষণা দিলেও বৃহৎ অংশই আসেননি৷ জনা ত্রিশেক শিক্ষক নিয়ে শুভেচ্ছা জানিয়ে মিছিল সমালোচিত হতে পারে, তাই গুটিয়ে যান তাঁরা৷ রাজ্য সরকার ৬ মাস পর্যন্ত ১০,৩২৩ জন শিক্ষককে এডহক ভিত্তিতে বেতন ও ভাতা সহ সরকারী কর্মচারীর মতো সুযোগ সুবিধার ঘোষনা দিয়েছেন৷ আদালতের উপর কোন মন্তব্য করেনি সরকার৷ রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে ৬ মাস চাকুরী বাড়িয়েছে সর্বোচ্চ আদালত৷ লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, কিসের জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানাতে চাইছে কর্মচ্যুত শিক্ষকদের ক্ষুদ্র অংশ, তা স্পষ্ট হয়নি৷ সমালোচকদের মতে, চাকরীচ্যুতি ইস্যুতে বামফ্রন্ট সরকারের ক্ষয়িষ্ণু ভাবমূর্তি ফেরাতে মেলারমাঠের সমর্থিত কর্মচারী সংগঠনের নির্দেশেই অভিনন্দন জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷
নিন্দুকেরা মনে করছেন, সু-কৌশলে ১০,৩২৩ জনকে ছত্রভঙ্গ করে দিয়েছে শাসক শিবির৷ কর্মচ্যুত শিক্ষকরা মহাকরন অভিযানের মধ্য দিয়ে চাপ সৃষ্টি করেছিলেন সরকারকে বিকল্প কর্মসংস্থান করার জন্য৷ ক্ষুব্ধ শিক্ষকদের অন্য অংশটি জাতীয় সড়ক ও রেল অবরোধ পর্যন্ত করেছিলেন৷ এই উদ্ভট পরিস্থিতিতে দাড়িয়ে আচমকা কেন চাকরীচ্যুতদের একাংশ সরকারকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বাতিল চাকরী নিয়ে কেন উৎসাহী, উঠেছে প্রশ্ণ৷ চাকুরীচ্যুত শিক্ষকদের বৃহত্তর অংশ সরকারে উপর অসন্তুষ্ট, অভিনন্দন মিছিল গণহারে বয়কট তারই ইঙ্গিত বহন করছে বলে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷