নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত প্রাক্তন সিএজি বিনোদ রাই-এর| টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের রায়কে স্বাগত জানিয়ে এমনই মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণীশ তিওয়ারি| টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বৃহস্পতিবার পাটিয়ালা হাউস কোর্টে বেকসুর খালাস হয়েছেন প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে সাংসদ কানিমোঝি সহ ১৭ জন অভিযুক্তই| বৃহস্পতিবার রায়দানের সময় বিশেষ সিবিআই আদালতের বিচারপতি ও পি সাইনি বলেছেন, ‘টুজি স্পেকট্রাম বন্টনে কোনও দুর্নীতি হয়নি|’ আদালত আরও জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ দাখিল করতে পারেনি সিবিআই|
বিশেষ সিবিআই আদালতের রায়দানের পর বেলা ১১.১০ মিনিট নাগাদ টুইট করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণীশ তিওয়ারি জানিয়েছেন, ‘প্রাক্তন সিএজি বিনোদ রাইকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে|’ টুজি স্পেকট্রাম মামলার রায় দানকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুরও| তিনি বলেছেন, ‘নিরাপরাধ মানুষদের প্রতি অবিচার করা হচ্ছিল|’
উল্লেখ্য, ২০১০ সালের ক্যাগ রিপোর্টের ভিত্তিতে প্রথম টুজি দুর্নীতির কথা প্রকাশ্যে আসে| ইউপিএ দুই সরকারের আমলে মোবাইল পরিষেবায় টুজি স্পেকট্রাম বন্টনে দুর্নীতি হওয়ায় সরকারের ১ লক্ষ ৭৬ কোটি টাকা ক্ষতি হয়েছিল বলে অভিযোগ উঠেছিল| যদিও, পরবর্তী সময়ে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছিল, তাতে রাজকোষে ক্ষতির পরিমাণ ৩০ হাজার কোটি টাকার আশেপাশে ছিল বলে উল্লেখ করা হয়|