নয়াদিল্লি, ২১ ডিসেম্বর(হি.স.) : বিহারে বালি মাফিয়াদের বাড়বাড়ন্তের বিরুদ্ধে বৃহস্পতিবার জিরো আওয়ারে লোকসভায় সরব হন আরজেডির বহিঃষ্কৃত সাংসদ পাপ্পু যাদব। এই বিষয়ে তিনি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। এদিন লোকসভায় তিনি বলেন, রাজ্যে বালি মাফিয়াদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি বালি খাদানে কর্মরত শ্রমিকদের পুনঃবহাল করা উচিত।
উল্লেখ্য বালি মাফিয়াদের বিষয়টি ব্যপক আকার ধারণ করেছে। আরজেডির বহিঃষ্কৃত সাংসদ লোকসভায় দাবি করেন বেআইনি কার্যকলাপকে অবিলম্বে বন্ধ করার জন্য হস্তক্ষেপ করতে হবে।
লোকসভায় তিনি বলেন, বালি মাফিয়াদের অযৌক্তিক নীতির ফলে বিগত কয়েক মাসের মধ্যে বহু বালি শ্রমিক কর্মচ্যুত হয়েছে। কাজ হারিয়ে তাদের পারিবারিক আর্থিক অবস্থা ভেঙে পড়েছে। অন্যদিকে বিহারের প্রধানবিরোধী দল আরজেডির পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমান রাজ্য সরকারে নতুন বালি খনন নীতির ফলেই বালি শ্রমিকদের এই বেহাল দশা। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে নতুন বালি খনন নীতি অনেকদিন আগেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কিন্তু সেই একই ইস্যুতে বৃহস্পতিবার বনধ ডাকে আরজেডি।