নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ আগরতলা বিমানবন্দরে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করেছে সুরক্ষা বাহিনী৷ আগরতলা থেকে বহিঃরাজ্যে গাঁজা গুলিপাচার করা হচ্ছিল৷ আগরতলা বিমানবন্দর থানা সূত্রে প্রাপ্ত খভরে জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বিমানের কারগোয় করে এই গাঁজা গুলি বহিঃরাজ্যে পাঠানো হচ্ছিল৷ উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ৫০ কেজি বলে পুলিশ সূত্রে জানা গেছে৷ তবে সংশ্লিষ্ট বিষয়ে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ তবে এ বিষয়ে কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷ উপযুক্ত তথ্য প্রমাণ পাওয়ার পরই কাউকে গ্রেফতার করা সম্ভব হবে৷ এ দিকে বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিষয়টি সম্পর্কে এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষেরই প্রথম সন্দেহ হয়৷ তার পর ঘটনা সম্পর্কে বিমানবন্দরের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ এবং শুল্ক ও আবগারি আধিকারিককে জানানো হয়৷ তার পরই কারগোতে গাঁজা থাকার বিষয়টি সুনিশ্চিত হয়ে সেগুলি দ্রুত বাজেয়াপ্ত করা হয়েছে৷ উদ্ধারকৃত গাঁজার মূল্য রাজ্যে আড়াই লক্ষ টাকা হড়েও বহিঃরাজ্যে এর মূল্য অনেক বেশি বলে জানিয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা৷ তবে বিমানপথে গাঁজা পাচারের বিষয়টি এই প্রথম কর্তৃপক্ষের গোচরে এসেছে৷ এর আগে রেল এবং আন্তঃরাজ্য বাস থেকে বিভিন্ন সময় পাচারকালে ব্যাপক হারে গাঁজা উদ্ধার করা হয়েছে৷
এদিকে, বিএসএফ’র ১৬৮ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার বিশালগড়ের রামছড়া গ্রামের বাসিন্দা প্রফুল্ল অধিকারীর বাড়ি থেকে ৪৯৪ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ যার বাজার মূল্য ২৫ লক্ষ টাকা৷
বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দাদের খবরের ভিত্তিতে বিএসএফ এবং পুলিশ গাঁজা বিরোধী যৌথ অভিযানের উদ্যোগ নেয়৷ সে মোতাবেক মঙ্গলবার বিশালগড় মহকুমার রামছড়া গ্রামের বাসিন্দা প্রফুল্ল অধিকারীর(৩৮) বাড়িতে অভিযান চালানো হয়৷ বাড়ির আন্ডারগ্রাউন্ড গোডাউনে বেআইনীভাবে মজুত গাঁজা উদ্ধার হয়৷ মোট ৪৯৪ কেজি শুকনা গাঁজা উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য ২৫ লক্ষ টাকা৷ বিএসএফ জানিয়েছে, প্রফুল্ল অধিকারী পাচারের উদ্দেশ্যে তার গোডাউনে গাঁজা মজুত রেখেছিল৷ পুলিশ প্রফুল্ল অধিকারীর বিরুদ্ধে একটি মামলা লিপিবদ্ধ করেছে৷ তবে, তিনি পলাতক বলে পুলিশ জানিয়েছে৷
2017-12-21