দিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): দিল্লি এনসিআর এলাকার অন্তগর্ত গৌতমবুদ্ধনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অস্ট্রেলীয় নাগরিকের । বৃহস্পতিবার সকালে যমুনা এক্সপ্রেসওয়ে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা মারে যাত্রী বোঝাই একটি বাস। সেই সময় বাসটির পেছনে মোটরবাইকে করে যাচ্ছিল ওই অস্ট্রেলীয় নাগরিক। ধাক্কার পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছিয়ে আসে। সেই সময় ওই বাইককে ধাক্কা মারে বাসটি । পরে পুলিশের তৎপরতায় ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এই বিষয়ে গৌতমবুদ্ধনগরের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক লব কুমার হিন্দুস্থান সমাচারের প্রতিনিধিকে জানিয়েছেন বৃহস্পতিবার সকালে ৯ নাগাদ অতিদ্রুত গতিতে আসা একটি বাস ধীর গতিতে চলতে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা মারেন। এর পরে বাসটি পেছনের দিকে চলে আসে সেই সময় মোটরবাইকে সওয়াররত ওই অস্ট্রেলীয় নাগরিককে ধাক্কা মারে বাসটি। মৃত অস্ট্রেলীয় নাগরিকের নাম ম্যাথিউ। মৃতদেহটির ময়না তদন্ত করা হয়েছে। গোটা বিষয়টি কেন্দ্রীয় বিদেশমন্ত্রককে জানানো হয়েছে। দুর্ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌছয় বিশাল পুলিশ বাহিনী। এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত অস্ট্রেলীয় নাগরিকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বয়ান নথিভুক্তি করা হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশ দাবি করেছে ঘন কুয়াশার জেরে কম দৃশ্যমানতা তৈরি হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।