উদয়পুরে কোরেক্স উদ্ধার, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২০ ডিসেম্বর৷৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ আর কে পুর থানার পুলিশ বেশ কিছু কোরেক্সের বোতল ও নেশার টেবলেট উদ্ধার করে৷ সকাল প্রায় এগারোটা নাগাদ পুলিশ রাজারবাগের দুটি ভাড়া বাড়ি থেকে এই নেশা সামগ্রী উদ্ধার করেছে৷ পুলিশ বাপ্পা দাস নামে এক যুবককেও গ্রেপ্তার করেছে৷ বাপ্পা ঐ এলাকায় কোরেক্স বাপ্পা নামে পরিচিত৷ এর আগেও বেশ কয়েকবার পুলিশ জালে ধরা পরেছিল বাপ্পা৷ কিন্তু সাক্ষীর অভাবে প্রত্যেক বার মুক্তি পেয় যায়৷ আজকের অভিযানে কোরেক্সের পরিমান বেশি না হলেও পুলিশি ভূমিকায় খুশি এলাকাবাসী৷ আজ পুলিশি অভিযানের নেতৃত্বে ছিলেন এসডিপিও রাজেন্দ্র দত্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *