নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের রায়কে ‘সঠিক’ আখ্যা দিলেন বিশিষ্ট গান্ধীবাদী নেতা তথা সমাজসেবী আন্না হাজারে| বৃহস্পতিবার টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতের রায়কে ‘সঠিক’ আখ্যা দিয়ে আন্না হাজারে বলেছেন, ‘আদালতের রায়ের উপর আমরা মন্তব্য করতে পারি না| তাঁরা যা সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক এবং সঠিকভাবে সম্পন্ন| আদালতের রায় বিচার করার আমরা কেউ নয়|’ আন্না হাজারে আরও বলেছেন, ‘আদালত শুধু প্রমাণ দেখবে| যদি অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ না পাওয়া যায়, তাহলে কিছুই করার নেই|’
টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকালে বিশেষ সিবিআই আদালতে বেকসুর খালাস হয়েছেন প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে সাংসদ কানিমোঝি সহ ১৭ জন অভিযুক্তই| বৃহস্পতিবার রায়দানের সময় বিশেষ সিবিআই আদালতের বিচারপতি ও পি সাইনি বলেছেন, ‘টুজি স্পেকট্রাম বন্টনে কোনও দুর্নীতি হয়নি|’ তবে, টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের রায়ে অসন্তুষ্ট বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী| তিনি জানিয়েছেন, ‘সততা প্রমাণ করতে হলে সরকারের উচিত অবিলম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়া|’