নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ মন্ত্রিসভার বৈঠকে ১০,৩২৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি সংক্রান্ত সুপ্রীম কোর্টের নির্দেশ মেনে ১ জানুয়ারি, ২০১৮ থেকে ছয় মাসের জন্য অর্থাৎ ৩০ জুন, ২০১৮ পর্যন্ত এডহক ভিত্তিতে তাদের নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে মহকারণে সাংবাদিকদের এই সংবাদ জানান, তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷ তিনি জানান, ১০,৩২৩ জন শিক্ষক-শিক্ষিকা বর্তমানে যে যে অবস্থায় আছেন এবং যে সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন, সেই সকল সুযোগ – সুবিধা সহই তারা আগামী ১ জানুয়ারি, ২০১৮ থেকে ৩০ জুন, ২০১৮ পর্যন্ত এই ছয় মাস এডহক ভিত্তিকে কাজ করবেন৷ এছাড়া তিনি আরও জানান, অনারারি হোমিও ফিজিসিয়নদের বর্তমান মাসিক সাম্মানিক ২৪,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকের মন্ত্রিসভার বৈঠকে৷ উল্লেক্য, বর্তমানে রাজ্যে এরকম ১৪ জন অনারারি হোমিও ফিজিসিয়ন রয়েছেন৷
2017-12-20