বেপরোয়া ট্রিপারের ধাক্কায় নিহত পথচারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ ফের যান সন্ত্রাস৷ এবারে বলি হলেন ষাটোর্দ্ধ বৃদ্ধ৷ দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ দক্ষিণ জেলার সাব্রুম থানার অধীন দমদমা এলাকায়৷ জানা গিয়েছে, একটি ট্রিপার ট্রাক বেপরোয়া ভাবে ঐ এলাকা দিয়ে ছুটে যাচ্ছিল৷ তখন পথচারী পান্না কৌড়ি (৬৭) কে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে রাস্তার পাশে ছিটকে পড়েন পথচারী৷ রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়৷ মৃতের পরিবারের তরফে সাব্রুম থানায় একটি মামলা করা হয়েছে৷ পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে৷ চালক পালিয়ে গিয়েছে৷ এদিকে মৃতদেহ ময়না তদন্তের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *