নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ বিজয় মিছিল থেকে ফেরার পথে বিজেপি কর্মীকে মারধর করে ঘায়েল করার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে একজন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও রয়েছে৷ সাত সিপিএম ক্যাডারকে ধর্মনগর থানার পুলিশ মঙ্গলবার সকালে গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করেছে৷ হামলার ঘটনাটি ঘটেছিল ধর্মনগরের ইয়াকুব নগরে সোমবার সন্ধ্যায়৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, গুজরাট ও হিমাচল প্রদেশ বিজেপির জয় নিশ্চিত হওয়ার পর ত্রিপুরার বিভিন্ন স্থানে বিজেপি কর্মী সমর্থকরা সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বিজয়োল্লাস ও বিজয় মিছিল করে৷ রাজ্যের অন্যান্য স্থানে মতো ধর্মনগরের ইয়াকুবনগরেও বিজয় মিছিল করা হয় বিজেপির তরফে৷ এই মিছিলে প্রচুর সংখ্যায় কর্মী সমর্থক সামিল হয়েছিলেন৷ এর মধ্যে একজন ছিলেন ইয়াকুবনগরের সালাউদ্দিনও৷ মিছিল শেষ হওয়ার পর সালাউদ্দিন নিজ বাড়ির কাছেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন৷ তখন ভাগ্যপুর পঞ্চায়েত উপপ্রধান তথা সিপিএম ক্যাডার আতাফুর রহমান সহ আরো কয়েকজন সিপিএম ক্যাডার সালাউদ্দিনকে রাস্তায় আটকে করে৷ তাকে লোহার রড জিয়ে ক্যাডাররা আক্রমণ করে৷ তাতে রক্তাক্ত হন সালাউদ্দিন৷ তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে যায়৷ খবর পেয়ে সেখানে পৌঁছে অন্যান্য বিজেপি কর্মীরাও৷ খবর দেওয়া হয় ধর্মনগর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে যাচ্ছিল৷ তখন সিপিএম ক্যাডাররা পুলিশের গাড়িকে রাস্তায় আটক করে এবং গাড়ি থেকে নামিয়ে সালাউদ্দিনকে ফের মারধর করে৷
2017-12-20