প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার চলবে প্রদ্যুম্ন হত্যাকাণ্ডের মূল অভিযুক্তের

গুরুগ্রাম, ২০ ডিসেম্বর (হি.স.): নাবালক নয় প্রদ্যুম্ন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ১৭ বছর বয়সী ছাত্রকে প্রাপ্তবয়স্ক হিসেবে দেখা হবে। এমনি রায় জানাল জ্যুভেনাইল জাস্টিস বোর্ড। রায়তে বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে তার বিরুদ্ধে স্বাভাবিক আইনানুগ আইনি প্রক্রিয়া চালবে আদালতে। উল্লেখ্য, নিহত প্রদ্যুম্নের বাবা জ্যুভেনাইল জাস্টিস বোর্ড কাছে আর্জি জানিয়েছিল যে নতুন পকসো আইন অনুসারে অভিযুক্ত যথেষ্ট পরিণত এবং নিজের কার্যকারিতার কি ফলাফল হতে পারে তা বুঝতে সক্ষম । তাই তাকে নাবালক অপরাধী হিসেবে যেন দেখা না হয়। সেই আর্জির প্রেক্ষিতে এমনি রায় ঘোষণা করল জ্যুভেনাইল জাস্টিস বোর্ড। বুধবার জ্যুভেনাইল জাস্টিস বোর্ডের তরফ থেকে এই মামলাটিকে জেলা এবং সেশন কোর্টে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে। আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে জেলা এবং সেশন কোর্টে।

জ্যুভেনাইল জাস্টিস বোর্ডের এই রায়কে স্বাগত জানিয়েছে প্রদ্যম্নের বাবা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ‘আমরা আর্জি জানিয়েছিলাম অভিযুক্তকে যেন নাবালক হিসেবে দেখা না হয়। তাকে যেন সাবালক হিসেবে বিবেচনা করা হয়। সেই আর্জি জ্যুভেনাইল জাস্টিস বোর্ডের মেনে নিয়েছে। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। শিশুদের বিরুদ্ধে অপরাধ বেড়েই চলেছে। এই মামলাটি একটি মাইলফলক হয়ে থাকবে।’
উল্লেখ্য, চলতি বছরের ৮ ই সেপ্টেম্বর রায়ান স্কুলের শৌচাগার থেকে উদ্ধার হয় প্রদ্যুম্নের রক্তাক্ত মৃতদেহ। হরিয়ানা পুলিশ এই ঘটনার অপরাধে স্কুলের বাস কন্ডাক্টর অশোক কুমারকে গ্রেফতার করেছিল। পরে সিবিআই এই হত্যাকাণ্ডের দায়িত্বভার নেওয়ার পরে ওই স্কুলের ১৭ বছর বয়সী এক ছাত্রকে গ্রেফতার করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *