ঢাকা, ২০ ডিসেম্বর (হি.স.): যাত্রীবোঝাই বাস দাউদাউ করে জ্বলে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকায়| বুধবার বেলা ১২.১০ মিনিট নাগাদ ঢাকার শাহবাগ মোড়ে যাত্রীবোঝাই বাসে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় জখম হয়েছেন বাসের চালক| জখম বাস চালকের নাম হল, আতিক মোল্লা (৪২)| তাঁর হাত ও পায়ের কিছুটা অংশ ঝলসে গিয়েছে| গুরুতর জখম অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বুধবার বেলা ১২.১০ মিনিট নাগাদ ঢাকার শাহবাগ মোড়ে, আজিজ সুপার মার্কেটের সামনে মিডওয়ে পরিবহণের বাসে আগুন লাগে| মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাসটি| আগুনের লেলিহান শিখায় বাসটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে| যাত্রীরা নেমে গেলেও, অগ্নিকাণ্ডের ঘটনায় জখম হয়েছেন বাসের চালক আতিক মোল্লা (৪২)| তাঁর হাত ও পায়ের কিছুটা অংশ ঝলসে গিয়েছে| বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিত্সাধীন| কি কারণে আগুন লাগল বাসটিতে, তা এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে| বেলা ১২.১০ মিনিট নাগাদ এই ঘটনার জেরে শাহবাগ মোড়ে যান চলাচল ব্যহত হয়েছে|