চেন্নাই, ২০ ডিসেম্বর(হি.স.): রাত পাহালেই আম্মার গড়ে উপ নির্বাচন | তামিলনাড়ুর রাধাকৃষ্ণন নগর বা আর কে নগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে চলছে ভোটারদের প্রভাবিত করার রাজনীতি । ভোটার পিছু আর্থিক অনুদানের পাশাপাশি উপহার ও খাবার দেওয়ার অভিযোগ উঠছে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে |
জয়ললিতার মৃত্যুর পর গত এপ্রিলে উপনির্বাচন হওয়ার কথা ছিল। সেসময় অভিযোগ ওঠে, রাজনৈতিক দলগুলি ভোটারদের কাছে টানতে নগদ টাকা বিলি করছে। তদন্তে নামে নির্বাচন কমিশন। বিভিন্ন নেতার কাছে উদ্ধার হয় প্রচুর নগদ টাকা। আয়কর দফতর হানা দেয় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছেও। এরপরই উপনির্বাচন পিছিয়ে দেয় কমিশন। কিন্তু ছবিটা বদলায়নি আজও।
শাসকদলের এক নেতা, স্বীকার করেছেন, প্রার্থীর জিত নিশ্চিত করতে প্রত্যেক ভোটারকে ৬,০০০ টাকা বিলি করেছেন তাঁরা। তাঁর সোজা হিসেব, গরিবদের কাছে টাকার গুরুত্ব অনেক। ওই টাকা অনেক বেশি হয়ে তাঁরা ফিরে পাবেন। বিরোধী দল ডিএমকে প্রতি ভোটারকে ২,০০০ করে টাকা দিয়েছে। শাসক দলের অঙ্কের থেকে অতিরিক্ত ১,০০০ টাকা বেশি দিয়েছে দিনকরণ শিবির। এর সঙ্গেই, গত ১০ দিন নির্বাচনী মিছিলে প্রত্যেক যোগদানকারীকে ৩০০ টাকা করে দিয়েছে। প্রত্যেক ভোটারকে বিরিয়ানির প্যাকেট এবং পরিবার পিছু প্রেশার কুকারও বিলি করেছে। জানা গেছে, এআইএডিএমকে নেতা মধুসূদনন নির্বাচন কমিশনকে চিঠি লিখে অভিযোগ করেন, ওই প্রেশার কুকারগুলি যে দোকানের, সেটি গত ৩ বছর ধরে বন্ধ। এরপর গত শনিবার নির্বাচন কমিশনের অফিসাররা আর কে নগরের একটি বাড়ি থেকে ১৩ লক্ষ নগদ উদ্ধার করেন। সিআইএফ, সিআরপিএফ এবং কমিশন বিভিন্ন জায়গায় নজরদারি চালালেও রাতে এবং ভোরে সৈকত স্টেশন, মারিনা বিচের পাশে কান্নাগি মূর্তি এবং আম্মা মেমোরিয়ালে কাছে টাকা বিলি হয়েছে বলে সূত্রের খবর।
এর মধ্যেই বৃহস্পতিবার ভোট হবে রাধাকৃষ্ণন নগরে। এখানে মোট প্রার্থী ৫৯ জন। আম্মার গড়ের রাশ কার হাতে থাকে তা জানতে অপেক্ষা আগামী রবিবার পর্যন্ত।