নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): সম্প্রতি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের কর্তৃত্বকে সমর্থন জানিয়েছে আমেরিকা। চিনের বাড়বাড়ন্তকে রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভারত। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার জানিয়েছেন, ‘জাতীয় নিরাপত্তা কৌশলে যে গুরুত্ব ভারত-আমেরিকা সম্পর্ককে দেওয়া হয়েছে তা স্বাগত জানাই। সন্ত্রাসবাদ, বিশ্বময় শান্তি ও নিরাপত্তাকে সুনিশ্চিত করতে দুই দায়িত্ব সম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্র ভারত ও আমেরিকা একই লক্ষ্য এগিয়েছে চলেছে।
উল্লেখ্য, সম্প্রতি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের বাড়বাড়ন্ত কে রুখতে ভারতের উপর আস্থা রেখেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের কার্যভার গ্রহণ করার পরে প্রথমবারের জন্য আমেরিকার জাতীয় রণকৌশল জনসমক্ষে উন্মোচন করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আর তাতে ভারত মহাসাগরসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতকে ‘নেতৃত্ব দেওয়ার ভূমিকায়’ দেখতে চাইছে আমেরিকা। আর এর জন্য ভারতকে সর্মথন করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে এক বিবৃতি দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও বেশি সুদৃঢ় করবে আমেরিকা।’ ভারত মহাসাগরে ভারতের কর্তৃত্বকেও সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টে। এর পাশাপাশি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, সন্ত্রাসবিরোধী অভিযান বাড়ানোর জন্য পাকিস্তানকে চাপ দেওয়া হবে। সহযোগী রাষ্ট্রের আধিকারিক ও কর্মীদের খতম করার জন্য নিশানা যে সন্ত্রাসবাদীর গোষ্ঠীরা করে তাদের সমর্থন করছে পাকিস্তান। ফলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে পরমাণু বোমা নিয়ন্ত্রণ পাকিস্তান দায়িত্বের সঙ্গে আগলে রাখছে তার উপরও নজর রাখবে আমেরিকা। পাশাপাশি ওই অঞ্চলে চিন বিরোধী অস্ট্রেলিয়া, জাপান, ভারত, আমেরিকাকে নিয়ে গঠিত চর্তুদেশীয় গোষ্ঠীর জোটকে আরও শক্তিশালীর করার পক্ষে সওয়াল করেছেন ট্রাম্প।