মুম্বাই, ১৯ ডিসেম্বর (হি.স.) : জাপানের মাটিতে মুক্তি পাচ্ছে বাহুবলি টু- দা কনক্লুশন। তবে এদেশে নয়, আগামী ২৯ ডিসেম্বর জাপানের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
সম্প্রতি জাপানের সেন্সর বোর্ড ছবিটিকে ছাড়পত্র দিয়েছে। ছবিটিকে সেন্সর বোর্ড জি রেটিং দিয়েছে। জানা গেছে, ছবিটিকে জাপান ভাষায় ডাব করানো হয়েছে। সূত্রের খবর, ছবির নাম বদলে করা হয়েছে। বাহুবলি- দা বিগিনিং ও বাহুবলি- দা কনক্লুশন একাধিক রেকর্ড করছে। তবে বিদেশের মাটিতে ব্যবসার দিক থেকে এগিয়ে রয়েছে আমির খানের দঙ্গল। কিন্তু, জাপানে ছবিটি মুক্তির পর সেই রেকর্ড বাহুবলি ভেঙে দেবে বলে মনে করছে ছবির নির্মাতারা। কারণ, জাপানে ভারতীয় ছবির বাজার বেশ ভালো। অন্যদিকে বাহুবলি বিভিন্ন দেশেই প্রশংসা পেয়েছে। ফলে ছবির ব্যবসা ২০০০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা।