লখনউ, ১৯ ডিসেম্বর(হি.স.): ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা পরে এবার গুজরাটে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে মুখ খুললেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি, অল্পের জন্য বিজেপি জিতে বেরিয়ে গিয়েছে। বাড়তি রাগ যদি ভোটে রুপান্তর করা যেত। ফলাফলটা অন্যরকম হতে পারত।
গতকাল প্রকাশিত হওয়া ফলাফলে দেখা যায় গুজরাটে বিজেপি পেয়েছে ৯৯ টি আসন এবং কংগ্রেস পেয়েছে ৮০ টি আসন। অন্যদিকে বিজেপি তার ভোটের গড় বাড়িয়েছে ১.২৫ শতাংশ পাশাপাশি চমক দিয়ে কংগ্রেস তার ভোটের গড় বাড়িয়েছে ২.৪৭ শতাংশ। গুজরাট নির্বাচনে পাঁচটি আসনে প্রার্থী দিয়েছিল সমাজবাদী পার্টি। সবকটাতেই পরাজিত হয়েছে সমাজবাদী পার্টির প্রার্থীরা।
উল্লেখ্য, সোমবার অখিলেশ বলেন, ‘উত্তরপ্রদেশের তুলনায় ভাল গুজরাটে ভাল ফল করেছে কংগ্রেস। কংগ্রেসের তৃণমূলস্তরের কর্মীদের আরও সঙ্ঘবদ্ধ হতে হবে।’