ডুপন্ট (ওয়াশিংটন), ১৯ ডিসেম্বর (হি.স.): আমেরিকার ওয়াশিংটন স্টেট-এ ডুপন্টের কাছে লাইনচ্যুত হয়ে গেল আমট্রাক প্যাসেঞ্জোর ট্রেন| মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে| আহতের সংখ্যা অন্তত ৯০, তাই প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৭.৩৭ মিনিট নাগাদ ওয়াশিংটন স্টেট-এর টাকোমা থেকে ২০ মাইল দক্ষিণে ডুপন্টের কাছে লাইনচ্যুত হয়ে যায় আমট্রাক প্যাসেঞ্জার ট্রেন| ট্র্যাক থেকে লাইনচ্যুত হওয়ার পর প্যাসেঞ্জার ট্রেনের দু’টি বগি হাইওয়ের উপর ব্রিজ থেকে আংশিকভাবে ঝুলতে থাকে, ট্রেনের বগি ব্রিজের উপরেই কাত হয়ে পড়ে যায়| ব্রিজ থেকে ট্র্যাফিক লেনে প্যাসেঞ্জার ট্রেনের দু’টি বগি হঠাত্ইপড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি গাড়ি ও বেশ কয়েকটি মোটরবাইক|
ওয়াশিংটন স্টেট পুলিশের মুখপাত্র ট্রুপার ব্রুক বোভা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত প্যাসেঞ্জার ট্রেনটিতে অন্তত ৮০ জন যাত্রী, পাঁচ জন ক্রু মেম্বার এবং টেকনিশিয়ানরা ছিলেন| ট্র্যাফিক লেনে প্যাসেঞ্জার ট্রেনের বগি আচমকা পড়ে যাওয়ায় আহত হয়েছেন বহু মোটরবাইক আরোহী| সোমবার রাতে ডুপন্টের দমকল কর্তা ল্যারি ক্রীকমোরে জানিয়েছেন, সোমবার সকাল ৭.৩৭ মিনিট নাগাদ ডুপন্টের কাছে বেলাইন হয়ে যায় আমট্রাক ক্যাসকাডেস ৫০১ প্যাসেঞ্জার ট্রেন| ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে| ট্রেনের যাত্রী সহ কমবেশি আহত হয়েছেন অন্তত ৯০ জন| তাঁদের মধ্যে বহু মানুষের শারীরিক অবস্থা সঙ্কটজনক| ডুপন্ট প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে|
উল্লেখ্য, সোমবারই নতুন রুটে, সিয়াটেল থেকে পোর্টল্যান্ড-এর মধ্যে আমট্রাক প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়| শুরুর দিনেই বিপত্তি| কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল, তা তদন্ত করে দেখা হচ্ছে| ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| রেল দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|