বদায়ুঁ (উত্তর প্রদেশ), ১৯ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বদায়ুঁ জেলায় বেপরোয়া ট্রাক ও টেম্পোর সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল প্রভিন্সিয়াল আর্মড কন্সট্যাবুলারি (পিএসি)-র এক জন জওয়ানের| দুর্ঘটনায় পিএসি জওয়ানের মৃতু্যর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন অন্তত ৬ জন| সোমবার দুর্ঘটনাটি ঘটেছে বদায়ুঁ জেলার কারকালা এলাকায়| দুর্ঘটনায় মৃত প্রভিন্সিয়াল আর্মড কন্সট্যাবুলারি (পিএসি) জওয়ানের নাম হল, অমিত কুমার| তিনি দুর্ঘটনাগ্রস্ত টেম্পোরে প্রথম দিকে বসেছিলেন| অমিত কুমারের বাড়ি উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায়| তিনি প্রভিন্সিয়াল আর্মড কন্সট্যাবুলারি (পিএসি)-এর ২৭ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন|
মঙ্গলবার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) চন্দ্রপ্রকাশ জানিয়েছেন, সোমবার বদায়ুঁজেলার কারকালা এলাকায় বেপরোয়া ট্রাক ও টেম্পোর সংঘর্ষ হয়| গুরুতর আহত অবস্থায় অমিত কুমার সহ অন্তত ৭ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, চিকিত্সায় সাড়া না দিয়ে প্রাণ হারান অমিত কুমার| বাকি ৬ জন জেলা হাসপাতালে চিকিত্সাধীন| মর্মান্তিক দুর্ঘটনার জেরে শোকস্তব্ধ অমিতের বাড়ি| দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও টেম্পোটিকে আটক করেছে পুলিশ| পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের প্রথম দিকে বসেছিলেন পিএসি জওয়ান অমিত কুমার|