শ্রীনগর, ১৯ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে রাতভর তীব্র গুলির লড়াইয়ে খতম হল দুইজঙ্গি| তবে দুঃসংবাদ হল, গুলির লড়াইয়ের মাঝে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলার| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় সোপিয়ান জেলার ওয়ানিপোরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন আতঙ্কবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ওয়ানিপোরা এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন হঠাত্ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে খতম হয়েছে দুই জঙ্গি| নিহত জঙ্গিরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি|
ঊর্ধ্বতন ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, গুলির লড়াই চলাকালীন পালিয়ে যায় তৃতীয় জঙ্গি| এছাড়াও গুলির লড়াইয়ের মাঝে পড়ে গিয়ে গুরুতর জখম হন এক মহিলা| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন| পুলিশ সূত্রের খবর, জঙ্গি দমন অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে বেশ কয়েকজন সমাজবিরোধী| সমাজ বিরোধীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়ে কাঁদানে গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী|