আমেদাবাদ/সিমলা, ১৮ ডিসেম্বর (হি.স.) গুজরাট বিধানসভা নির্বাচনে সোমবার ভোট গণনা ঘিরে টানটান উত্তেজনা অব্যহত। গণনায় কখন এগিয়ে যাচ্ছে বিজেপি তো কখনও এগিয়ে যাচ্ছে কংগ্রেস। এমনও মুহূর্তে গিয়েছে যখন প্রায় সমসংখ্যক আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস ও বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০৪ টি আসনে এগিয়ে বিজেপি ও ৭৬ টি আসনে এগিয়ে কংগ্রেস। অন্যদিকে হিমাচলপ্রদেশে শেষ হতে চলেছে কংগ্রেস। সেখানে ৪2 টি আসন নিয়ে এগিয়ে গিয়েছে বিজেপি ও ৩৪ টি আসনে এগিয়ে কংগ্রেস। পাশাপাশি রাজকোট পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিদায়ী মুখ্যমন্ত্রী বিজয় রুপানি প্রায় ৬০০০ ভোটে পিছিয়ে। পিছিয়ে উপ-মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন জানিয়েছে এখনও পর্যন্ত গুজরাটে ৪৮.৪ শতাংশ ভোট পেয়েছে বিজেপি আর কংগ্রেস পেয়েছে ৪৩ শতাংশ ভোট।
অন্যদিকে সেনসেক্স পড়ল ৬৫০ পয়েন্ট এবং টাকার দাম পড়ল ৬৮ পয়সা। এদিকে গুজরাট নির্বাচন ঘিরে চরমে উঠেছিল বিজেপি বনাম কংগ্রেসের বাকযুদ্ধ। উন্নয়নের, জাতপাত, প্যাটেল সংরক্ষণিই ছিল এই নির্বাচনের মূল বিষয় ছিল। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধের সঙ্গে পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর কথাও বলেছিলেন। এখন দেখার বিষয় কে দখল করবে গুজরাটের মসনদ।