নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৭ ডিসেম্বর৷৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বেআইনি প্রচুরা গাজার প্যাকেট সহ নগদ ভারতীয় ৬২ হাজার টাকা ও একটি মারুতি ইকোভ্যান আটক করে বিএসএফ জওয়ানরা৷ শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ বিএসএপের ৪৮ নম্বর ব্যাটেলিয়ানের ইকো কোম্পানির জওয়ানরা কোম্পানি কমান্ডার লক্ষণ সিংয়ের নেতৃত্বে বাইজালবাড়ি বাজার থেকে টিআর০১ এটি ০৩৪১ নম্বরের ইকোভ্যান গাড়িটির পেছন পেছন ধাওয়া করে৷ বিএসএফের কাছে গোপন খবর ছিল টিআর ০১ এটি ০৩৪১ নম্বরে ইকোগাড়িটি গাজা বোঝাই করে আগরতলা থেকে খোয়াই দিয়ে বাংলাদেস পাচার করতে যাচ্ছে গাজার প্যাকেট৷ বিএসএফ জওয়ানরা বিকেল থেকেই ছনখলা বাজারের কাছে ওতপেতে বসে থাকে৷ শনিবার সন্ধ্যা নাগাদ গাড়িটি বাইজলবাড়ি এলাকা অতিক্রম করতেই জওয়ানরা পেছন পেছন ধাওয়া করে৷ শেষমেশ পহরমুড়া চৌমাথা এলাকা দিয়ে গাড়িটি সীমান্ত সড়ক দিয়ে এগিয়ে যেতেই গতিপথ আটকে দিয়েই গাড়িতে চালকের পাশে বসে থাকা একব্যাক্তি পালিয়ে যায়৷ এরপর গাড়ি বোঝাই গাজা সহ চালক শঙ্কর দাস কে গ্রেপ্তার করে বিএসএপ৷ জানা গেছে ইকো গাড়িটির চালক ও মালিক শঙ্কর দাস নিজেই৷ তার বাড়ি আগরতলা দূর্গাবাড়ি চা বাগানের পশে৷ শনিবার রাতেই ইকোগাড়ি বোঝাই করা ১৮ প্যাকেট থেকে ১৭৫ কিলো গাজা উদ্ধার করে বিএসএফ জওয়ানরা৷ যার বাজার মূল্য ৮ লক্ষ ৭৫ হাজার টাকা৷ চালক শঙ্কর দাসের কাছে নগদ ৬২ হাজার টাকা উদ্ধার করে বিএসএপ৷ রবিরা সকালে উত্তর দূর্গানগর বিএসএপ বিওপিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএসএফ তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি বেবি জোশেফ জানান৷
2017-12-18