শ্রীনগর, ১৮ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় জঙ্গিদের গোপন ডেরার হদিশ পেল নিরাপত্তা বাহিনী| গোপন ডেরা থেকে উদ্ধার হয়েছে চারটি গ্রেনেড, একটি হ্যান্ড গ্রেনেড, পাঁচটি একে ম্যাগাজিন, ৪২ টি একে রাউন্ড, একটি জিপিএস এবং দু’টি ওয়্যারলেস সেট| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বান্দিপোরা জেলার চন্দনগীর এলাকায় আব্দুল রেহমান-এর বাড়ি, সম্পত্তি এবং গো-শালায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| গোপন ডেরায় তল্লাশি অভিযান চালিয়ে চারটি গ্রেনেড, একটি হ্যান্ড গ্রেনেড, পাঁচটি একে ম্যাগাজিন, ৪২ টি একে রাউন্ড, একটি জিপিএস এবং দু’টি ওয়্যারলেস সেট উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী|
তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়| এরই মধ্যে সুযোগ বুঝে পালিয়ে যায় আব্লুল রেহমান| শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী| জঙ্গি ডেরা থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী|