নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৭ ডিসেম্বর৷৷ যান সন্ত্রাসে প্রাণ গেল এক ব্যক্তির৷ গুরুতর আহত হয়েছেন আরও একজন৷ দূর্ঘটনাটি ঘেটেছে রবিবার বিকালে পিআর বাড়ি থানার অধীন তৃষ্ণা অভয়ারণ্যের কাছে৷ একটি বাইকে করে অনুকূল দাস (৩২) এবং দীপঙ্কর লোধ (২৮) বিলোনীয়া থেকে ঋষ্যমুখ যাচ্ছিলে৷ বেপরোয়া ভাবে বাইক চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে চালক অনুকূল দাস রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা দেয়৷ তাতে দুজনেই বাইক থেকে ছিটকে পড়ে যান৷ ঘটনাস্থলেই প্রাণ হারান অনুকূল দাস৷ গুরুতর আহত হয়ে হাসপাতালে দীপঙ্কর লোধ৷
2017-12-18