গুজরাতে ধুয়েমুছে বিরোধীদের সাফ না করলে বিজেপির সন্তোষের কিছু থাকবে না : ওমর

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): ধুয়েমুছে বিরোধীদের সাফ করে দেওয়া জয় না পেলে বিজেপির সন্তোষের কিছু থাকবে না। গুজরাতে ভোট গণনা নিয়ে সোমবার এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা |

এই মুহুর্তে গুজরাটে ১০৩ আসনে এগিয়ে বিজেপি এবং ৭৬ টি আসনে এগিয়ে কংগ্রেস। এরই মধ্যেই ওমর আবদুল্লা এই ট্যুইট করেন | তিনি লেখেন, গুজরাতে দলের হয়ে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪১টা জনসভা করার পরও যদি বিজেপি নিরঙ্কুশ জয় না পায়, তাহলে সেটা তাদের কাছে নিঃসন্দেহে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে।
গত ৯ ও ১৪ ডিসেম্বর দু দফায় ভোট গ্রহণ হয়েছে গুজরাটের ১৮২ টি বিধানসভা কেন্দ্রে| প্রথম দফায় ভোট পড়েছিল ৬৮ শতাংশ। দ্বিতীয় দফায় ৬৮.৭০ শতাংশ ভোট পড়েছে। দু’দফা মিলিয়ে গড়ে ভোট পড়েছে ৬৮.৩৫ শতাংশ। ২০১২ সালের নির্বাচনে ৭১.৩২ শতাংশ ভোট পড়েছিল। এবার তার চেয়ে ২.৯৭ শতাংশ ভোট কম পড়ল। বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই এগিয়ে বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা নির্বাচনের ফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

আজ সকাল থেকে গুজরাটের ৩৩টি জেলায় ৩৭টি কেন্দ্র ভোটগণনা হচ্ছে । প্রত্যেকটি গণনাকেন্দ্র রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা । প্রাথমিক গণনা শুরু হতেই প্রত্যাশা মাফিক এগিয়ে বিজেপি৷ তবে কাঁটায় কাঁটায় টক্কর দিতে শুরু করেছে কংগ্রেস৷ এই মুহুর্তে গুজরাটে ১০৩ আসনে এগিয়ে বিজেপি এবং ৭৬ টি আসনে এগিয়ে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *