নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): মন্ত্রী হতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের উর্দ্ধসীমা সীমার পক্ষে সওয়াল করলেন প্রাক্তন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার টি এস কৃষ্ণমূর্তি। বর্তমানে ২৫ বছর বয়স হলেই মন্ত্রী হওয়া যায়। এর বিরোধিতা করে তিনি বলেন মন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হওয়া উচিত ৩৫। মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন। ‘শুধুমাত্র শিক্ষাই একজন মানুষকে যোগ্য করে তুলতে পারে না। কিন্তু মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কারণ অনেকক্ষেত্রেই মন্ত্রীদের দরকারি ফাইল দেখতে হয় এবং গুরুতবপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। তাই মন্ত্রীদের জন্য শিক্ষাগত যোগ্য প্রয়োজন।’ মন্ত্রী হওয়ার যোগ্য বয়স ৩৫-এর প্রসঙ্গে তিনি বলেন ৩৫-এ মানুষ আরও বেশি অভিজ্ঞ হয়ে ওঠে। শিক্ষা ও বয়স থেকেও যেটা বেশি দরকার তা হল চরিত্র। চারিত্রিক দৃঢ়তাই শিক্ষাগত যোগ্যতা থেকে অনেক বেশি শক্তিশালী।
রাজনীতিবিদদের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন এর জন্য শিক্ষার দরকার। কারণ এতে করে একজন মন্ত্রী আরও বেশি দায়িত্ববান হন। আর মন্ত্রীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হওয়ার দরকার স্নাতক। পাশাপাশি ৫ বছরের জন্য নির্বাচিত হলেও কাজ করতে না পারলে আড়াই বছরের মাথায় পুর্ননির্বাচিত হয়ে আসতে হবে। এই বিষয়ে তিনি বলেন, পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও আড়াই বছরের মাথায় যদি দেখা যায় যে সে দুর্নীতি ও নানান অসামাজিক কাজ করে চলেছে তবে তাদের ফের নির্বাচনের মুখোমুখি হতে হবে।