মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার দুই

ক্যালানগুটে(গোয়া), ১৭ ডিসেম্বর (হি.স.) : গোয়ার ক্যালানগুটেতে মধুচক্রের হদিশ পেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে কলকাতা ও দিল্লির দুই যুবতিকে। একটি হোমে রাখা হয়েছে তাদের।
ক্যালানগুটে পুলিশ অাধিকারিক জিভা দালভি জানান, দীর্ঘদিন ধরে ফিরোজ ও বিজয় মোহনলাল নামে দু’জন এই ব্যবসা চালাচ্ছিল। স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে খবর পেয়ে তাদের সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এরপরই গ্রেফতার করা হয় ফিরোজ ও বিজয়কে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ১৫ হাজার টাকা, ৭টি মোবাইল ফোন এবং ২টি স্কুটার। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩, ৪, ৫, ৭ এবং ৩৭০ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রবিবার আদালতে তোলা হবে ধৃতদের। গোয়ার মাপুসার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নির্দেশে হোমে রাখা হয়েছে উদ্ধার হওয়া দুই যুবতিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *