ঘটনা স্থলে দমকলের ২০ টি ইঞ্জিন। রবিবার দুপুর ১২ টায় আগুন লাগে সেখানে। ঘটনাটি ঘটেছে ভোপালের বইরাগড়ে। একটি শপিং কমপ্লেক্সে আগুন লাগার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। আগুনের ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ৷ তবে আগুন লাগার কারণ এখনও পরিস্কার নয়৷ পরিস্থিতির মোকাবিলায় ঘটনাস্থানে দমকলের ২০ টি ইঞ্জিন সহ পাঠানো হয়েছে সেনাবাহিনীর গাড়ি ও জওয়ান। খবর পেয়ে প্রথমে ওই শপিং কমপ্লেক্সে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে কমপ্লেক্সের বহু দোকানে। পরে ঘটনাস্থানে পৌঁছয় আরও ১৬টি ইঞ্জিন। বর্তমানে দমকলের মোট ২০টি ইঞ্জিনের পাশাপাশি সেনা জওয়ানরাও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।
ভোপাল, ১৭ ডিসেম্বর (হি.স.): ভোপালের শপিং কমপ্লেক্সে বিধ্বংসী আগুন | একটি শপিং কমপ্লেক্সে আগুনের লাগার ঘটনায় ভস্মীভূত ১০০টির বেশি দোকান।
2017-12-17