জম্মু, ১৭ ডিসেম্বর (হি.স.): বিগত বেশ কয়েকদিন মেঘাচ্ছন্ন থাকার পরে অবশেষে রবিবার সূর্যের মুখ দেখতে পেল জম্মুবাসীরা। এর ফলে বেশ কয়েকদিন ধরে চলা শৈত্যপ্রবাহ থেকে কিছুটা স্বস্থি পেল জম্মুবাসীরা। উল্লেখ্য, ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার তুষারপাতের ফলে পারদের কাঁটা নামতে থাকে জম্মুতে। ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলা তুষারপাতের ফলে তাপমাত্রা নেমে দাঁড়ায় ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে চলতে থাকা বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়। কিন্তু এইদিন রোদ উঠতেই তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।অন্যদিকে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার বেসক্যাম্প হিসেবে পরিচিত কাটরায় তাপমাত্রা আগে ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। গত রাতে তা বেড়ে দাঁড়ায় ৭.২ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের কাছে অবস্থিত বানিহাল এলাকায় এতদিন তাপমাত্রা ছিল মাইনাস ১.৮ ডিগ্রি সেলসিয়াস পরে গত রাতে তা বেড়ে দাঁড়ায় ১.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার পরিস্থিতি স্বাভাবিক হলেও আগামীদিনে নতুন করে শৈত্যপ্রবাহ পড়বে বলে আবহাওয়া দফতর থেকে দাবি করা হচ্ছে।
2017-12-17