শ্রীনগর, ১৭ ডিসেম্বর (হি.স.) : উত্তর কাশ্মীরে জঙ্গি সন্দেহে সেনার গুলিতে মারা গেল এক গাড়ির চালক৷ জানা গিয়েছে, জঙ্গি অনুপ্রবেশের খবর পেয়ে তা রুখতে জম্মু-কাশ্মীরের কূপওয়াড়াতে সেনা জওয়ানরা গুলি ছুঁড়লে এক সুমো চালকের প্রাণ যায়৷ পুলিশের মতে, কূপওয়াড়ার ক্রালপোরা এলাকায় জঙ্গি অনুপ্রবেশের খবর পেয়েই হাজির হয় জওয়ানরা৷ নিহত গাড়ি চালকের পরিবাররের মতে, সুমো ড্রাইভার আসিফ ইকবাল এক রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে নিজের বাড়ি থেকে বের হয়৷ বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পরই সেনার গুলিতে সে মারা যায়৷ সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে বারবার থামানোর নির্দেশ দেওয়া হয়েছিল৷পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির বিষয়ে সেনাবাহিনীর কাছে খবর এসেছিল৷ তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে সেখানে তল্লাশিতে নেমে পড়েছিলেন সেনা জওয়ানরা৷ আর এরইমাঝে আসিফ গাড়ি নিয়ে হাজির হয়৷ তাকে থেমে যাওয়ার নির্দেশ দিলে সে শোনেনি, এবং তারপরই তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় বলে জানানো হয়েছে৷ তবে সমগ্র ঘটনার তদন্ত চলছে৷ এই ঘটনার পরে কূপওয়াড়াতে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে৷উল্লেখ্য, জঙ্গিনিধনে সেনার পক্ষ থেকে অপারেশন অলআউট শুরু করা হয়েছে৷ চলতি বছরে এখনও পর্যন্ত এই অপারেশনে ২০০-এরও বেশি জঙ্গি খতম করা হয়েছে বলে খবর৷
2017-12-17