নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ উচ্চ আদালত থেকে রাজ্য সরকারকে নোটিশ জারির পর শনিবার তড়িঘড়ি করে সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডের চার্জশিট দাখিল করল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী টিম (সিট)৷ শান্তনু হত্যার ৮৬ দিনের মাথায় এই চার্জশিট দাখিল করেছে সিট৷ শান্তনুর পিতা সাধন ভৌমিক সম্প্রতি তাঁর পুত্রের হত্যাকান্ডের সিবিআই তদন্ত চেয়ে ত্রিপুরা উচ্চ আদালতে পিটিশন দাখিল করেছিলেন৷ সে অনুযায়ী সিবিআই তদন্ত কেন দেওয়া হবে না জানতে চেয়ে নোটিশ ইস্যু করে উচ্চ আদালত৷ আগামী ২০ ডিসেম্বরের মধ্যে এর জবাব দিতে হবে বলে নোটিশ জারি করেছিল আদালত৷ আদালত কেন্দ্রীয় সরকার এবং সিবিআইকেও নোটিশ ইস্যু করেছিল৷ উচ্চ আদালতের নোটিশ ইস্যু করার পর শনিবার তড়িঘড়ি নিম্ন আদালতে শান্তনু ভৌমিক হত্যাকান্ডের চার্জশিট দাখিল করেছে সিট৷ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডের ৮৬ দিনের মাথায় দাখিলীকৃত এই চার্জশিটে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে ১৪৮, ১৪৯, ৩০২, ৩৩৩, ৩৩৫, ৪২৭ এবং ৩ পিপিডি অ্যাক্টের ধারা বলবৎ করা হয়েছে৷ একই সঙ্গে আদালতের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে কাস্টডি ট্রায়াল চালানোর আবেদনও জানানো হয়েছে সিটের তরফে৷ তবে চার্জশিটে এই সাংবাদিক হত্যাকান্ডের পেছনে কোনও ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত নেই বলে জানা গেছে৷ উল্লেখ করা যেতে পারে, ২০ সেপ্ঢেম্বর সাংবাদিক শান্তনু ভৌমিক আগরতলা থেকে ৩০ কিলোমিটার দূরে মান্দাইয়ে আক্রান্ত হন৷ ক্ষমতাসীন সিপিআইএম এবং আইপিএফটির মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে তিনি নিহত হন৷ ঘটনার অব্যবহিত পর থেকেই এই হত্যাকান্ডের পেছনে রাজ্যের সাংবাদিক সংগঠনগুলো সহ বিভিন্ন মহল এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের সম্ভাবনার কথা উল্লেখ করে আসছেলিনে৷ সম্প্রতি প্রয়াতের পরিবারের তরফ থেকে রাজ্যে পুলিশের তদন্তের উপর অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দাখিল করা হয়৷ আর এর পরই তড়িঘড়ি করে সিট চার্জশিট দাখিল করেছে বলে অভিযোগ উঠেছে৷
2017-12-17