দুবাই, ১৭ ডিসেম্বর (হি.স.) : শেষ রক্ষা হল না দুবাই সুপার সিরিজের ফাইনালে হেরে গেলেন পি ভি সিন্ধু | রবিবার জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে ২১-১৫, ১২-২১, ১৯-২১ সেটে হেরে যান সিন্ধু ।
রিও অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর রবিরার দুবাই সুপার সিরিজের ফাইনালেও অল্পের জন্য হার মানলেন। এদিন জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে দারুণ লড়াই করেও হার মানলেন পি ভি সিন্ধু। দেড় ঘণ্টা লড়াইয়ের শেষে তাঁর বিপক্ষে ম্যাচের ফল ২১-১৫, ১২-২১, ১৯-২১। শেষ গেমে একাধিক আনফোর্সড এররের খেসারত দিতে হল হায়দরাবাদি শাটলারকে।
এর আগে শনিবার মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে চিনের চেন ইউফেইকে স্ট্রেট গেমে হারিয়ে দিয়েছেন হায়দারাবাদি শাটলার। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১৫, ২১-১৮। গ্লাসগোয় অনুষ্ঠিত হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ইউফেইকে হারাতে এক ঘণ্টারও কম সময় নিয়েছেন বিশ্ব র্যা ঙ্কিংয়ে তিন নম্বরে থাকা সিন্ধু। এদিন খেতাব জিতেই বছর শেষ করতে চেয়েছিলেন সিন্ধু । কিন্তু সেটা হল না। রিও অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যাওয়া সিন্ধু আজও অল্পের জন্য হার মানলেন। দারুণ লড়াই করেও হার মানলেন পি ভি সিন্ধু। শুরু থেকে শেষপর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাজিমাত করলেন জাপানি শাটলার। উল্লেখ্য, এটাই ছিল এ বছরের শেষ প্রতিযোগিতা।