জাকার্তা, ১৬ ডিসেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার ঘনবসতিপূর্ণ জনবহুল অঞ্চল জাভা দ্বীপ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৫| ভূকম্পন অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতেও| জোরালো ভূমিকম্পের ঝাঁকুনিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘর-বাড়ি| মৃত্যু হয়েছে অন্তত দু’ জনের| ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১১.৪৭ মিনিট নাগাদ ৬.৫ তীব্রতার জোরালো ভূকম্পন অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপে| গোটা জাভা দ্বীপ জুড়েই ভূকম্পন অনুভূত হযেছে প্রায় ৩০ সেকেন্ড ধরে| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ৬.৫ তীব্রতার ভূমিকম্পের উত্সস্থল ছিল জাভা দ্বীপের পশ্চিমে সিপাতুঝা অঞ্চলে, ভূপৃষ্ঠের ৯১.৯ কিলোমিটার (৫৭ মাইল) গভীরে|
জোরালো ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে দিশেহারা হয়ে বহু মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে দাঁড়ান| সুনামির ভয়ে উপকূলবর্তী এলাকার মানুষজন দৌড়তে শুরু করেন| ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির মুখপাত্র এস পি নুগরোহো জানিয়েছেন, জোরালো ভূমিকম্পের ঝাঁকুনিতে বহুতল ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে ৬২ বছর বয়সি এক পৌঢ় এবং ৮০ বছর বয়সি এক বৃদ্ধের| সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পের উত্সস্থলের কাছে পশ্চিম জাভা প্রদেশের তাসিকমালায়া, পঙ্গনদরন এবং সিয়ামিস অঞ্চল| প্রশাযন সূত্রের খবর, প্রায় ৩০ সেকেন্ড ধরে স্থায়ী হয় ভূকম্পন| জোরালো ভূমিকম্পে অন্তত ৪০টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৫টি বাড়ি| বেশ কয়েকটি হাসপাতালও ভূমিকম্পের ঝাঁকুনিতে ক্ষতিগ্রস্ত হয়েছে|
শক্তিশালী ভূকম্পন অনুভূত হওয়ার পরই সুনামি সতর্কতা জারি করা হয় জাভা দ্বীপের উপকূলে| সুনামির ভয়ে উপকূলবর্তী এলাকার মানুষজন দৌড়তে শুরু করেন| তবে, ঘন্টা দুয়েক পরে সুনামি সতর্কতা কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সুনামির কোনও সম্ভাবনা নেই|
2017-12-16