নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মাঝ বয়সী ব্যক্তি৷ আহতের নাম পরিমল চৌধুরী৷ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে উদয়পুর কালাপানি এলাকায়৷ অভিযোগ, বেপরোয়া বেগে থাকা বাইক চালক ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ দমকল কর্মীরা উদ্ধার করে উদয়পুর হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জি বি হাসপাতালে রেফার করেছেন৷ বাইক আটক করলেও পুলিশ অভিযুক্ত বাইক চালককে আটক করতে পারেনি৷ স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে বাইক চালক ধাক্কা দিয়ে পালিয়ে গেলেও কোন হদিশ করতে পারেনি পুলিশ৷ পরিমলের অবস্থা ভাল নয় বলে জানিয়ে দিয়েছেন কর্তব্য চিকিৎসকরা৷
2017-12-16