আগরতলা, ১৫ ডিসেম্বর ৷৷ আবার রাজ্যে হাসপাতাল গুলিতে নিম্নমানের ওষুধ সরবরাহের অভিযোগ উঠেছে৷ রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে নোটি ইস্যু করে দুটি ওষুধ রোগীদের সরবরাহ না করার জন্য নির্দেশ জারি করা হয়েছে৷ রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, মূলত দুটি ওষুধ নিয়েই সমস্যা দেখা দিয়েছে৷ এগুলি হল পেট্রোপ্লাজল আই জি ৪০ এম জি এবং নরফ্লসে সিস ৪০০ এম জি৷ এই দুটি ওষুধ পরীক্ষা করে গুণমান হীনতার প্রমাণ পাওয়া গেছে৷ স্বাস্থ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, আগামী বছরের জুলাই মাসে এই ওষুধ গুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার কথা৷ আর সংশ্লিষ্ট ওষুধ সরবরহাকারী সংস্থাগুলিকে তাদের বরাত মোতাবেক অর্থ আগেই মটিয়ে দেওয়া হয়েছে৷ কিন্তু সন্দেহ দেখা দেওয়ায় পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এতে ত্রুটি ধরা পরে৷ ফলে দপ্তর থেকে নির্দেশ জারী করা হয়েছে যাতে কোন হাসপাতাল থেকে রোগীদের এসব ওষুধগুলি দেওয়া না হয়৷ একেই সঙ্গে ওষুধ সরবরাহ সংস্থা গুলির বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে৷
2017-12-16