লন্ডন-নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : ভারতের জেলগুলি অস্বাস্থ্যকর ও বন্দির সংখ্যা প্রচুর। এমনই কারন দেখিয়ে দেশে না ফিরতে চান না ‘লিকার ব্যারণ’ বিজয় মালিয়া৷ আর্থিক দুর্নীতিতে জর্জরিত মালিয়া দেশ ছেড়ে ব্রিটেনে পালিয়ে রয়েছন । ভারত তাঁকে ফেরত চাইছে। প্রত্যর্পণ মামলায় বৃহস্পতিবার শুনানি ছিল ব্রিটেনের আদালতে। সেখানে মালিয়ার আইনজীবীরা দাবি করেছেন, ভারতের জেলগুলি অস্বাস্থ্যকর। বন্দির সংখ্যা প্রচুর। তাদের মক্কেলের ভারতের জেলে থাকতে অসুবিধা হবে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য হয়েছে ১০ জানুয়ারি। ওইদিনই হয়ত চূড়ান্ত রায় দেবে ব্রিটেনের আদালত। মালিয়া ব্রিটেনে থাকবেন, নাকি ভারতে ফিরে আসতে হবে সম্ভবত তা পরিষ্কার হবে ১০ জানুয়ারি ।
প্রাক্তন কিংফিশার কর্তার ঘাড়ে রয়েছে বিপুল দেনা। অন্তত ৯০০০ কোটি টাকার অনাদায়ী ঋণের মামলায় ফেঁসে রয়েছেন তিনি। দেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন। ফেরত দেওয়া তো দূরের কথা, ব্রিটেনে এসে ব্যবসা চালাচ্ছেন। তাঁর নামে একাধিক মামলা চলছে। এর মধ্যে গত ২০১৬ র মার্চ থেকেই ইংল্যান্ডে রয়েছেন কিংফিশার এয়ারলাইন্সের মালিক৷ ১৮ই এপ্রিল তাকে গ্রেফতারও করে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই জামিন পেয়ে যান তিনি৷ দ্রুত মালিয়াকে দেশে ফিরিয়ে বিচারপর্ব শুরু করতে চাইছে আদালত। কিন্তু মালিয়াও নাছোড়বান্দা। দেশে ফিরবেন না। ১০ জানুয়ারি ব্রিটেনের আদালত চূড়ান্ত রায় দিতে পারে।
ভারত-ইংল্যান্ডের মধ্যে বন্দী প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী প্রতারণা মামলায় অভিযুক্ত মালিয়াকে লন্ডন থেকে মুম্বই নিয়ে এসে আর্থার রোড জেলে রাখার কথা৷ সেই মর্মে লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে একটি রিপোর্টও জমা করে কেন্দ্রীয় সরকার৷ সেই রিপোর্টে জানানো হয়, মুম্বাই এর আর্থার রোড জেলের ১২ নং ব্যারাকে কড়া নিরাপত্তার মধ্যেই রাখা হবে অভিযুক্ত বিজয় মালিয়াকে৷ এই ১২ নং ব্যারাকেই রাখা হয়েছিল ২৬/১১ হামলার অন্যতম ‘ঘাতক’ আজমল কাসভকে৷
লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে ভারত সরকার যে রিপোর্ট দিয়েছে তাতে শুধু আর্থার রোড জেলের ১২ নং ব্যারাকেরই উল্লেখ নেই, তার নিরাপত্তারও যাবতীয় খুঁটিনাটিও দেওয়া আছে৷ মুম্বইয়ের জেলে মালিয়াকে আনার জন্য যাবতীয় তথ্যও জমা দিতে হয়েছে লন্ডনের এই আদালতে৷ মনে করা হয়েছিল বিজয় মালিয়াকে দেশে ফেরানোর ব্যাপারটা এবার তাড়াতাড়ি সম্পূর্ণ হবে৷
তবে এবার বিজয় মালিয়ার আইনজীবীরা আদালতে পরিস্কার জানিয়ে দিলেন, মুম্বাইয়ের এই জেল ‘ওভার ক্রাউডেড’, অর্থাৎ জেলবন্দীতে ভর্তি ৷ তার আইনজীবীরা আরও জানিয়ে দেন যে, অতিরিক্ত বন্দী থাকায় জেলের পরিস্থিতি অত্যন্তঃ খারাপ, অস্বাস্থ্যকর৷ জেলের ব্যারাক ১২ নিয়ে মালিয়ার আইনজীবী ক্লেয়ার মন্টগোমেরি জানান, এটি অতন্তঃ বাজে জায়গা, যেখানে সুস্থ মানুষের থাকার কোন ব্যবস্থাই নেই৷
বিজয় মালিয়ার আইনজীবীরা এদিন আদালতে হাজির করেন স্কটিশ প্রিজন সার্ভিসের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অ্যালান মিচেলকে৷ যিনি ভারতের বেশ কিছু জেল ঘুরে দেখেছেন৷ কলকাতার আলিপুর সেন্ট্রাল জেল, চেন্নাইয়ের পুঝাল জেল ঘুরে দেখার অভিজ্ঞতা আছে তাঁর৷ অ্যালান মিচেল লন্ডনের আদালতে জানিয়েছেন, ‘ভারত সরকারের তরফ থেকে তাঁদের সমস্ত রকম ব্যবস্থা নেবার কথা জানানো হয়েছে, কিন্তু তাঁরা কি ব্যবস্থা নেবেন তার পুরোটাই ভারত সরকারের হাতে’৷
উল্লেখ্য, ১৯৯২-তে ব্রিটেনের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয় ভারতের। কিন্তু সেই চুক্তির আওতায় এখনও পর্যন্ত একজনই বন্দি ফিরে এসেছে ভারতে। বর্তমানের ভারতের ‘ওয়ান্টেড’ তালিকায় রয়েছে বিজয় মালিয়া, ললিত মোদী ও রবি শঙ্করণ।
2017-12-15