কলকাতা, ১৫ ডিসেম্বর (হি. স.): প্রস্তাবিত ফিনান্সিয়াল রেজোলিউশন অ্যান্ড ডিপোজিট ইন্সুরেন্স (এফআরডিআই) বিলের প্রতিবাদে সংসদে সরব হওয়ার নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই বিলের সব রকম বিরোধিতা করতে তৃণমূলের কোর কমিটির বৈঠকে শুক্রবার সন্ধ্যায় সিদ্ধান্ত নেওয়া হল৷
গত আগস্ট মাসে সরকার এফআরডিআই বিলটি লোকসভায় পেশ করে| এটি জয়েন্ট সংসদীয় কমিটির কাছে পাঠান হয়৷ আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থার দেউলিয়া অবস্থাটা এই বিল খতিয়ে দেখবে৷
সম্প্রতি এই বিল নিয়ে নানা স্তরে আতঙ্ক দেখা দিয়েছে৷ এ নিয়ে শুরু হয়েছে রাজনীতি৷ টুইট করে অরুণ জেটলি জানিয়েছেন, প্রস্তাবিত এই বিলটি আপাতত স্ট্যান্ডিং কমিটি কাছে ঝুলে রয়েছে৷ সরকারের উদ্দেশ্য হল আর্থিক প্রতিষ্ঠান এবং তার আমানতকারীর স্বার্থ সুরক্ষিত রাখা৷
এই বিল আমানতকারীদের অধিকার সুরক্ষিত রাখবে বলেই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ অর্থ বিষয়ক সচিব এস সি গর্গের মতে, এই এফআরডিআই বিলে প্রস্তাব দেওয়া হয়েছে যাতে আমানতকারীদের অধিকার রক্ষা করার৷ তিনি জানান, বিষয়টি কোনও রকম লঘু করা হচ্ছে বরং বর্তমানে যে পরিমাণ সুরক্ষা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে তা বাড়ান হচ্ছে৷ তাছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক সরকারি মালিকানা থাকার দরুন যে প্রধান গ্যারান্টি পেয়ে আচ্ছে তার কোনও রকম পরিবর্তন হয়নি বলেই দাবি করেছেন তিনি৷
একটি প্রেস বিবৃতি জারি করে অর্থমন্ত্রক ধন্দ ঘোচাতে চেয়ে জানিয়েছে, বর্তমানে যে সব নিয়মবিধি রয়েছে আমানতের সুরক্ষা ও গ্যারান্টি স্বরূপ তা প্রস্তাবিত বিলে রাখা থাকছে৷ এই বিলে এমন কোনও প্রস্তাব রাখা হচ্ছে না যাতে ব্যাংকে সরকারে পক্ষ থেকে আর্থিক সহায়তা করার ক্ষমতা কমে যায়৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে সরকারি গ্যারান্টি একই থাকছে বলে জানান হয়েছে৷
এ দিন কোর কমিটির বৈঠকে তৃণমূল নেত্রী জানান, “কেন্দ্রকে চিঠি দিয়ে প্রতিবাদ জানানো হবে৷
এ নিয়ে নানাভাবে জনমত তৈরী করা হবে৷ বুথস্তর পর্যন্ত হবে কালা বিলের প্রতিবাদ৷”
2017-12-15