নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী তথা দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলকে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৮৭৫ সালের ৩১ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল| তিনি প্রয়াত হয়েছিলেন ১৯৫০ সালের ১৫ ডিসেম্বর| শুক্রবার ৬৭ তম মৃত্যুবার্ষিকীতে লৌহমানবকে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘মহান সর্দার প্যাটেলকে পূন্যতিথিতে আমরা স্মরণ করি| দেশের প্রতি অবদানের জন্য সর্দার প্যটেলের কাছে কৃতজ্ঞ প্রত্যেক ভারতীয়|’ শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নন, মৃতু্যবার্ষিকীতে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| নিজের টুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মৃত্যুবার্ষিকীতে ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য|’
‘লৌহমানব’ হিসেবে পরিচিত স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী তথা দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল| গুজরাটের কুর্মী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল|শিক্ষা সম্পন্ন করার পর তিনি আইন পড়তে আগ্রহী হন এবং ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যান| দেশে ফিরে একজন সফল আইনজীবী হিসেবে কাজে যোগ দেন|
2017-12-15