নিজস্ব প্রতিনিধি, খোয়াই/সাব্রুম, ১৪ ডিসেম্বর৷৷ একটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় খোয়াই জেলার কল্যাণপুর অমর কৌলনীতে মৃত্যু হয়েছে এক যুবকের, আহত হয়েছে আরও দুইজন৷ ঘটনার বিবরনে জানা গেছে বুধবার রাত একটা নাগাদ খোয়াই থেকে তেলিায়মুড়াগামী একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিয়েবাড়ির সামনের রাস্তার পাশের থাকা বিয়ে বাড়িতে আসা তিনজনকে চাপা দিয়ে দুর্ঘটনার পরে৷ এতে ঘটনাস্থলেই গাড়ির চাপায় মৃত্যু হয়েছে আগরতলার যোগেন্দ্রনগর এলাকার তপন দাস (১৮) নামে এক যুবকের৷ গাড়ির নীচে চাপা পড়ে গুরুতর আহত হয় বিয়েতে আসা পাশের বাড়ির গীতা রাণী পাল ৯৪২) নামে এক মহিলা ও প্রাণতোষ পাল নামে এক ব্যাক্তি৷ টি আর ০১-এ ওয়াই-০৬৮৯ নম্বরের একটি স্করপিও বুধবার রাত একটা নাগাদ খোয়াইয়ের দিক থেকে তেলিয়ামুড়া হয়ে আগরতলা আসছিল৷ অমর কৌলনীর বীরেন্দ্র পালের বিয়ে বাড়ির সামনে এসে এই স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে বিয়ে বাড়ির লোকেদের সহ দুর্ঘটনায় পড়ে৷ ঘটনার পর কল্যাণপুর দমকল কর্মীরা আহতদের কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে৷ আহত গাতী রাণী পাল এবং প্রাণতোষ পালকে বুধবার রাতেই কল্যাণপুর হাসপাতাল থেকে খোয়াই জেলা হাসপাতালে পাঠায়৷ আহতদের মধ্যে গাতী রাণী পালের আঘাত গুরুতর হওয়ায় খোয়াই জেলা হাসপাতাল থেকে গত রাতেই জিবি হাসপাতালে স্থানান্তরিত করেছে৷ অপর দিকে বিয়ে বাড়ির লোকেরা এবং প্রতিবেশিরা গাড়ির চালক গোপাল ঘোষকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তোলে দেয়৷ এলাকাবাসীর অভিযোগ নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালানোর ফলেই এই দূর্ঘটনা৷ পুলিশ গাড়িটি এবং গাড়ির চালককে আটক করে৷ বৃহ- স্পতিবার চালককে আদালতে তোলা হলে আদালত চালক গোপাল ঘোষকে ১৪ দিনের জেল হাজতে থাকার নির্দেশ দিয়েছে৷ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ বিশেষ করে বিয়ে বাড়িতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়৷ আগরতলা থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে দূর্ঘটনায় মৃত্যু হল তপন দাসের৷
প্রতিদিন সাব্রুম মহকুমার কোথাও না কোথাও সড়কের উপর দূর্ঘটনা ঘটেই চলেছে৷ সাব্রুম থানা অধিনে আজ ৮ ঘটিকায় সময় সাব্রুম -আগরতলা জাতীয় সড়কের উপর দমদমা পলেস্ট অফিস সংলগ্ণ এলাকাতে তপন দেবনাথ নামে এক বাই সাইকেল আরহীকে একটি পালসার বাইক নিয়ে খুব দ্রুত গতি এসে সামনা সামনি ধাক্কা দেয়৷ এতে বাই সাইকেল আরহী ছিটকে গিয়ে জাতীয় সড়ক থেকে প্রায় ১০-১২ হাত দূরে চলে যায়৷ এলাকার লোকজনরা দেখতে পেয়ে সাথে সাথে সাব্রুম মহকুমার হাসপাতালে নিয়ে আসেন৷ হাসপাতাল কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার করার পর দৌলাবাড়ীর নিবাসী বাইসাইকেল আরহী তপন দেবনাথকে হাসপাতালে ভর্তি করে রাখেন৷ এলাকা সূত্রে জানা গিয়েছে ঐ পালসার বাইক আরহীটি এবং পেছনের বসে থাকা আরহীটি বিকাল থেকে সাব্রুম বাজার মদ্য প্রাণ করা অবস্থা দেখা গিয়েছিল৷ খুব মদ্য প্রাণ করার পর সাব্রুম থেকে যাওয়ার সময় এই দূর ঘটনাটি ঘটে৷
2017-12-15