নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ ডিসেম্বর৷৷ আজ কৈলাসহরে ৩৩/১১ কেভি বিদ্যুৎ সাব স্টেশন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী মানিক দে৷ গৌরনগর সাবস্টেশন প্রায় ৮ কিলোমিটার আন্ডার গ্রাউন্ড লাইন টেনে শহর ও সফম্বল আলাদা আলাদা করার এই উদ্যোগ৷ এখন থেকে পরিষেবা পেতে জনগণের সুবিধা হবে৷ আজ উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী শ্রীদে হুক লাইন বর্জন করার উপর জনগনের পতি আহ্বান রাখেন৷ তিনি বলেন, ভারত বর্ষের মধ্যে ত্রিপুরা পঞ্চাশ স্থানে রয়েছে লোড শোডিং মুক্ত৷ ত্রিপুরায় নিজেস্ব বিদ্যুৎ বিদেশেও বিক্রয় হয় যার ফলে জনগণের বিদ্যুৎ মাশুল অনেক কম হয়৷ বিশ্ব ব্যাঙ্কের পক্ষ থেকে ত্রিপুরার প্রায় তেরশ কোটি টাকা দেওয়া হয়েছে যার কাজ চলছে, এই কাজ সম্পূর্ণ হলে বিদ্যুৎ পরিষেবার দেবার কাজ চলছে দ্রুত গতিতে৷ এই কাজ সম্পূর্ণ হলে ত্রিপুরায় উল্লেখযোগ্য বিদ্যুৎ পরিষেবা পৌঁছে যাবে সব এলাকায়৷ দশ কোটি টাকা খরচ করার হবে এই প্রজেছে৷ অধিকের বেশি খরচ হয়ে গেছে৷ সাবস্টেশন ও নতুন ভবনের ফলক উন্মোচন করেন মন্ত্রি মানিক দে৷ রাজ্য সরকার বছরের প্রায় চল্লিশ কোটি টাকার ভরতুর্কি দেওয়ার ফলে জনগনের বিদ্যুৎ মাসুল আজ কম দিতে হয় তার কথাও উল্লেখ করেন মন্ত্রী শ্রী দে৷ আজ কৈলাসহর বিদ্যুৎ নিগমের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার সভাধিপতি কল্পনা দেবনাথ, পুর পরিষদের চেয়ারম্যান মানষ সাহা প্রমুখ৷
2017-12-15