নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ নাবালিক অপরহণ ও ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশ আটক করেছে৷ পুলিশ সূত্রে খবর, বুধবার পূর্ব রামচন্দ্রঘাট এলাকায় কিশোরীকে অপরহণ করে এলাকারই দুই যুবক৷ ঐ কিশোরী বৃহস্পতিবার বাড়ি ফিরে এসেছে৷ তার অভিযোগের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ এদিন রাত সাড়ে আটটা নাগাদ রামচন্দ্রঘাট বাজার থেকে এক যুবককে আটক করেছে৷
2017-12-15