লস্করের নিশানায় এবার বিহারের থাওই মন্দির

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর(হি.স.) : পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার নিশানায় বিহারের গোপালগঞ্জ জেলার থাওই মন্দির। ইনটেলিঞ্জেসের বিশেষ রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা যে কোন সময় ওই মন্দিরের উপর হামলা চালাতে পারে। সেই জন্য এক স্থানীয় স্লিপার সেলকে নিযুক্ত করেছে ওই জঙ্গি সংগঠনটি। তাকে দিয়েই উত্তর ভারতের অন্যতম বিখ্যাত এই মন্দিরে হামলা চালাতে পারে লস্কর-ই-তৈবার। এই বিষয়ে বিহার সরকারকে আগাম সতর্ক করা হয়েছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে জেলা প্রশাসনকে।
মন্দিরের উপর হামলার ছক বাতিল করতে গোটা মন্দিরটিকে নিরাপত্তা বেষ্ঠনিতে মুড়ে ফেলা হয়েছে। মন্দির চত্বরে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ইনটেলিঞ্জেসের রিপোর্টে আরও বলা হয়েছে শেখ আব্দুল নৈইম নামে এক লস্কর-ই-তৈবার সন্ত্রাসবাদী মন্দিরে হামলা চালানোর জন্য স্লিপার সেল তৈরি করেছে। তাকে দিয়েই মন্দিরে হামলা চালানোর ছক কষছে সে। গোটা বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানানো হয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে জানানো হয়েছে মন্দিরে বর্তমানে কর্মরত যেসব পুরোহিত, সেবায়ত, সাধারণ কর্মীরা রয়েছেন তাদের কোন সচিত্র পরিচয়পত্র এখনও তৈরি করা হয়নি। এমনকি স্থানীয় থানাতেও তাদের কোন জীবনপুঞ্জি নেই। তাই নিরাপত্তা ব্যবস্থাকে আরও বেশি কঠোর করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই স্লিপার সেলের জঙ্গিকে ধরার জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য উত্তর ভারতের বিখ্যাত এই মন্দিরে প্রতিদিন কয়েক লক্ষ দর্শনার্থী ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এমনকি প্রতিবেশী রাষ্ট্র নেপাল থেকেও আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *