বৈদ্যুতিন চ্যানেলে সাক্ষাতকার, আচরণবিধি ভাঙ্গার অভিযোগ
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা নালিশ কংগ্রেসের
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর৷৷ নির্বাচনী আচরণবিধি ভাঙার ব্যাপারে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷ একটি বৈদ্যুতিন চ্যানেলে সাক্ষাৎকারকে ঘিরে রাহুল গান্ধির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙের অভিযোগ তুলেছে বিজেপি৷ এরই প্রেক্ষিতে কমিশন এই নির্দেশ দিয়েছে৷ পাশাপাশি রাহুল গান্ধিকে ১৮ ডিসেম্বরের সাফাই দেওয়ার জন্য নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন৷ এদিকে, পাল্টা কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে৷ কংগ্রেস মুখপাত্র বলেন, আজ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার জন্য রেল মন্ত্রী পিয়ুশ গোয়েল, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র বিরুদ্ধেও কমিশনের ব্যবস্থা নেওয়া উচিৎ৷ শুধু তাই নয়, ফিকি’র অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও রাজনৈতিক ভাষণ রেখেছেন৷ তাই, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিৎ৷
বৃহস্পতিবার গুজরাটের দ্বিতীয় তথা অন্তিম দফার নির্বাচন৷ তার আগের দিন বৈদ্যুতিন চ্যানেলে কংগ্রেস সভাপতির সাক্ষাতকার সম্প্রচারিত হওয়ায় নির্বাচনে কমিশনে যায় বিজেপি৷ তাদের বক্তব্য, ভোটগ্রহণের ৪৮ ঘন্টা আগে যেকোন সময়ে এধরনের সাক্ষাতকার দেখানো কিংবা প্রকাশিত হলে তা ভোটপ্রচার৷ ফলে, কংগ্রেস সভাপতি নির্বচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ আনে বিজেপি৷ এই অভিযোগের ভিত্তিতে কমিশন গুজরাতের মুখ্য নির্বাচন আধিকারীককে সাক্ষাতকারের ডিভিডি জোগাড় করে কোথায় কি বিধিভঙ্গ হয়ে তা খতিয়ে দেখেছেন৷
এর ভিত্তিতে কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, এধরনের সাক্ষাতকার সম্প্রচার ১৯৫১’র জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬(৩) ধারায় নির্বাচনী বিষয়বস্তুর সংজ্ঞার মধ্যেই পড়েছে৷ ভোট গ্রহণের আগে ৪৮ ঘন্টার মধ্যে তা দেখানো হলে ঐ আইনের ১২৬(১) ধারা লঙ্ঘন করা হয়৷ কমিশন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে যাঁরা বিধিভঙ্গ করেছেন তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে গুজরাতের মুখ্য নির্বাচন আধিকারীককে৷ পাশাপাশি যে বৈদ্যুতিন চ্যানেলগুলি ঐ সাক্ষাতকার সম্প্রচার করেছে তাদের এধরনের সম্প্রচার বন্ধ করতে এবং ব্যবস্থা নিতে বলা হয়েছে৷
উল্লেখ্য, বৈদ্যুতিন চ্যানেলে সাক্ষাতকারে রাহুল গান্ধি দাবি করেন, গুজরাতে কংগ্রেস একতরফা জয়ী হবে৷ কারণ, বিজেপির উপর গুজরাতের মানুষ ক্ষুব্ধ৷
এদিকে, বিজেপির বিরুদ্ধে পাল্টা কমিশনে গেছে কংগ্রেস৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেল মন্ত্রী পিয়ুশ গোয়েল, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, অরুন জেটলিদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে কংগ্রেস৷ দলের মুখপাত্র রণদীপ সুরজবালা বলেন, আজ পৃথক স্থানে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন রেল মন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ফিকির অনুষ্ঠানে রাজনৈতিক ভাষণ রেখেছেন৷ সেখানে তিনি একটি অ্যাপ’র প্রমোট করেছেন৷ তাই, তাঁদের ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছে কংগ্রেস৷ তাছাড়া ২০১৪ লোকসভা নির্বাচনের ঠিক একদিন আগে নরেন্দ্র মোদী একাধিক চ্যানেলে সাক্ষাতকার দিয়েছেন৷ কিন্তু, তখন তাঁর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি, কংগ্রেস মুখপাত্র৷