মন্দিরে হামলা, বিজেপিকে দায়ী করল সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ রাজ্যের বিভিন্ন স্থানের মন্দিরগুলিতে হামলা চালিয়ে অস্থির বাতাবরণ সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে বলে সিপিআইএম অভিযোগ করেছেন৷ পার্টির মতে, এখন পর্যন্ত এই সমস্ত ঘটনায় যারা ধরা পড়েছে তারা সকলেই বিজেপির কর্মী৷ সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য সম্পাদক বিজন ধর মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যে ইতিপূর্বে কখনই ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে হামলা চালানোর মতো কোনও ঘটনা ঘটেনি৷ আচমকা রাজ্যের কিছু এলাকায় এ ধরণের ঘটনা সংঘটিত হচ্ছে৷ এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে৷ তিনি বলেন, রাজ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে৷ ইতোপূর্বে জাতি-উপজাতির মধ্যে সংঘাত বাঁধানোর চেষ্টা হয়েছিল৷ কিন্তু তা ব্যর্থ হয়েছে৷ এখন হিন্দু-মুসলমানের মধ্যে ধর্মীয় উম্মাদানা সৃষ্টি করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে৷ এখন পর্যন্ত এ সব ঘটনায় যাঁরা ধরা পড়েছে তারা সকলেই সক্রিয় বিজেপি’র কর্মী৷ তিনি বলেন, রাজ্যের সামগ্রিক পরিস্থিতিকে অশান্ত করে তোলার চেষ্টা চলছে৷ কিন্তু রাজ্যে শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে চোখ কান খোলা রাখতে হবে৷ বিশেষ করে ধর্ম-বিশ্বাসীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন৷ রাজ্যে আরএসএস প্রধান মোহন ভাগবতের আগমনের খবরে শাসকদল সিপিআইএম সতর্ক, তবে আতঙ্কিত নয় বলে জানিয়েছে পার্টি৷ নির্বাচনের আগে রাজ্যে এসে নাশকতামূলক কার্যকলাপ বৃদ্ধিতে তিনি উৎসাহ দিয়ে যাবেন বলেও সিপিআইএম অভিযোগ তুলেছে৷
ছামনুতে এক সিপিআইএম কর্মীর খুনের ঘটনায় যুক্ত সন্দেহে গ্রেপ্তার ব্যক্তিকে বিজেপি-র কর্মী বলে দাবি করেছে সিপিআইএম৷ শুধু তাই-ই নয়, ওই ব্যক্তি আত্মসমর্পণকারী উগ্রপন্থী বলে পার্টি দাবি করেছে৷ অন্যদিকে সর্ভভারতীয় মহিলা নেত্রী বিজয়া রাহাটকারের অভিযোগগুলি সিপিআইএম খন্ডন করেছে৷
সিপিআইএমের রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, বিজেপির বহিঃরাজ্যের নেতারা ত্রিপুরায় এসে সম্পূর্ণ বিভ্রান্তিকর মন্তব্য করেছেন৷ বাস্তবের সঙ্গে এর কোনও সঙ্গতি নেই৷ বিজয়া রাহাটকার মন্তব্য করেছেন, বিবাহ বিচ্ছেদ হওয়া মহিলাদের ভাতা দেওয়া মানে বিবাহ বিচ্ছেদকে উৎসাহিত করার শামিল৷ মনুসংহিত্য অনুযায়ী মহিলাদের স্থান পুরুষের পায়ের তলায়৷ বিজেপি তাতেই বিশ্বাস করে৷ আর তাই তিনি এই ধরণের মন্তব্য করেছেন৷ তিনি অভিযোগক করেন, ছামনুতে সিপিআইএমের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে৷ এই ঘটনায় যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃত ব্যক্তি আত্মসমর্পণকারী জঙ্গি এবং বর্তমানে বিজেপি নেতা৷
তিনি বলেন, রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি৷ এ সব যে কোনও মূল্যে প্রতিহত করতে হবে৷
সি পি আইএমের রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, এর আগেও মোহন ভাগবত রাজ্যে এসেছেন৷ তবে এখন নির্বাচনের আগে তাঁর রাজ্যে আসা যথেষ্ট প্রাসঙ্গিক৷ এই রাজ্যেও নাশকতামূলক কার্যকলাপ নতুন উদ্যমে শুরু করানোর জন্য তিনি আসছেন৷ যা দেশের অন্যত্র চলছে৷ এক প্রশ্ণের উত্তরে বিজন ধরে বলেন, আরএসএস-এর তরফে সমস্ত রাজনৈতিক দলগুলিকে মোহন ভাগবতের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও সিপিআইএম কোনও অবস্থাতেই সেখানে যাবে না৷ যাওয়ার প্রশ্ণই উঠে না৷ কারণ জন্মলগ্ণ থেকেই উভয়ের মতাদর্শ সমান্তরালভাবে পৃথক৷ তবে কমরেডরা সতর্ক থাকবেন৷ সামগ্রিক পরিস্থিতির দিকে লক্ষ রাখবেন৷ উল্লেখ করা যেতে পারে, আগামী ১৬ ডিসেম্বর আরএসএস-প্রধান মোহন ভাগবত তিনদিনের রাজ্য সফরে আগরতলায় আসছেন৷ আর ১৭ ডিসেম্বর প্রকাশ্যে জমায়েতে তিনি বক্তব্য পেশ করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *