নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ বিধানসভা নির্বাচনের মুখে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি ভোট বয়কট করার প্রস্তুতি নিয়েছে অল ত্রিপুরা সুকল কম্পিউটার শিক্ষক সংঘ৷ চাকরিচ্যুত ৭০০ জন কম্পিউটার ফ্যাকাল্টিরা ভিন্ন সুরে সরকারের পরিবর্তনের মোক্ষম ভূমিকা নেওয়ার দাবী জানিয়েছেন কম্পিউটার ফ্যাকাল্টিরা৷ অভিযোগ, বামফ্রন্ট সরকার সুপরিকল্পিতভাবে কম্পিউটার শিক্ষকদের চাকরীচ্যুত করেছেন৷ ১০,৩২৩ জন শিক্ষককে রাস্তায় বসানো বামফ্রন্ট সরকার কম্পিউটার ফ্যাকাল্টিদের প্রত্যাশা পূরণ করবে না বলে অভিযোগ করেছেন সংঘের সভাপতি প্রণব দেবনাথ৷ তাঁর অভিযোগ, সরকারীভাবে ২০০৮-২০১৫ পর্যন্ত দুই ধাপে রাজ্যের কম্পিউটার ফ্যাকাল্টিদের ব্যয়িত অর্থের হিসাব নেই৷ বয়স উত্তীর্ণ ফ্যাকাল্টিদের পুনঃনিয়োগ, মানবিক দৃষ্টিকোন থেকে ৭০০ জন চাকরীচ্যুত ফ্যাকাল্টিদের ন্যায্য বকেয়া মিটিয়ে দেওয়ার দাবীতে আন্দোলন তেজী করা হবে বলেও দাবী করেছেন কম্পিউটার শিক্ষক সংঘের সভাপতি৷
2017-12-13