নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১২ ডিসেম্বর৷৷ আগামী ৫ই জানুয়ারী প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা এই নিয়ে চলছে জোরদার প্রস্তুতি৷ নির্বাচন দপ্তরের অফিসার এবার তিনটি বিষয়ের উপর লক্ষ করে জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে৷ মঙ্গলবার দুপুর বিশালগড় মহকুমার শাসকের কার্য্যালয়ের এক সাংবাদিক সম্মেলন একথা জানান জেলা শাসক প্রদিপ কুমার চক্রবর্তী৷ এছাড়া ছিলেন সোনামুড়ার মহকুমার শাসক সুমিত লোধ বিশালগড় অতিরিক্ত মহকুমার শাসাক বিজয় সিনহা৷ নির্বাচনের আগে যে তিনটি বিষয়ের উপর আলোচনা করা হল৷ ভোটার তালিকা সংশোধন, ভিভিপেট ভোটারদের ভোট দানের বিষয়ের উপর৷ জেলা শাসক জেলার আগামী বিধানসভা নির্বাচনে ৪৫৪ টি পোলিং সেন্টার খোলার ব্যাবস্থা করা হয়েছে সিপাহীজলা জেলাতে৷ চূড়ান্ত ভোটার তালিকা ৩ লক্ষ ৫৫ হাজার ৯৪১ জন ভোটার নাম তালিকা প্রকাশ পাবে৷ এবং ভিভিপেটের বিভিন্ন দিকগুলি সাংবাদিকদের দেখানো হয়৷
2017-12-13