নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ বি এস এন এলের কর্মীদের নিয়মিতকরণের দাবীতে আন্দোলনমুখী কর্মচারীরা৷ মঙ্গলবার অল ইউনিয়ন এন্ড এসোসিয়েশন অফ বিএসএনএল রাজ্য শাখাও দুদিনের ধর্মঘটে সামিল হয়েছেন৷ কামান চৌমুহনী ভারতীয় দূর সঞ্চার নিগম লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে ধর্মঘটে সামিল হয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন৷ ইউনিয়নের রাজ্য শাখার কনভেনার শিবশঙ্কর চৌধুরী অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার বিএসএনএলকে বেসরকারীকরণ করার চেষ্টা চালাচ্ছে৷ কর্মচারীদের বেতন পুণর্বিন্যাস নিয়েও কেন্দ্রীয় সরকারের উদাসীনতাকে দায়ী করেন তিনি৷ তার অভিযোগ, ভারত সঞ্চার নিগম লিমিটেডের ৭০ হাজার টাওয়ারগুলিকে বেসরকারী কোম্পানীগুলির হাতে তোলে দিয়ে লাভজনক সংস্থটাকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে কেন্দ্র৷ বিএসএনএলের হাজার হাজার কর্মচারীদের বেতন পুনর্বিন্যাস ইস্যুতে আন্দোলনের ঝাঁচ বাড়াচ্ছে বলেও সমালোচনায় মুখর হয়েছেন অল ইউনিয়ন এন্ড এসোসিয়েশন অফ বিএসএনএল রাজ্য শাখার নেতৃত্বরা৷
2017-12-13