কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.) : ফিরতি ডার্বির দিনক্ষণ ঘোষণা করল এআইএফএফ৷ প্রাথমিকভাবে ফেডারেশনের তরফে আই-লিগের যে সূচি ঘোষণা করা হয়েছিল, তাতে ১৩ জানুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ৷ তবে নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দেওয়া সূচি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়৷
বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আয়োজক ইস্টবেঙ্গল কর্তাদের জানিয়ে দেওয়া হয়, ওই সময়ে গঙ্গাসাগর মেলার জন্য যুবভারতীতে পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন করা সম্ভব নয়৷ বাধ্য হয়েই ইস্টবেঙ্গল ক্লাব প্রসঙ্গটি উত্থাপন করে সর্বভারতীয় ফুটবল সংস্থার কাছে৷ এআইএফএফ পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে পরিবর্তিত ক্রীড়াসূচি ঘোষণা করে৷ নতুন সূচি অনুযায়ী আগামী ২১ জানুয়ারি সল্টলেক স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ফিরতি বড় ম্যাচ৷ তবে আগে ঠিক ছিল ম্যাচটি খেলা হবে বিকাল ৫টা থেকে৷ নতুন সূচিতে মোহনবাগান-ইস্টবেঙ্গল লড়াই শুরু হবে দুপুর ২’টোয়৷ ১৩ জানুয়ারি ঘরের মাঠে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে মিনার্ভা পাঞ্জাবের৷ ১৬ জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে খালিদ জামিলের দল মাঠে নামেব আইজলের বিরুদ্ধে৷
2017-12-13